নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত হওয়া শাহনেওয়াজ শাহানশাহ আত্মগোপনের উদ্দেশ্যে রাজধানীর উত্তরার 'হোটেল ডি মেরিডিয়ান' হোটেলে উঠেছিলেন। হোটেলে প্রকৃত নাম ব্যবহার না করে ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরও তিন সহযোগী।
উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানের রিসেপশনে দায়িত্বরত আশরাফ আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, রাতে তাঁরা সবাই হোটেলের ৩০৫ নম্বর রুমে ছিলেন। সাবেক মেয়র শাহনেওয়াজ নিজেকে জামালপুর সদর উপজেলার মৃত ইব্রাহিম হোসেন এবং মোছা. আনোয়ারা হোসেন দম্পতির ছেলে মো. আক্তারুজ্জামান বলে পরিচয় দেন।
আজ সকালে এই হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা এবং র্যাব-১-এর একটি দল। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, প্রায় সাড়ে ৩ লাখ টাকা এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
হোটেলটির রিসেপশনিস্ট আশরাফ বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিকে ছদ্মনাম ব্যবহার করে দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহ তিন সহযোগীসহ সাড়ে চার হাজার টাকা ভাড়ায় হোটেলে ওঠেন। ওঠার সময় অগ্রিম এক দিনের ভাড়ার টাকাও দেন তাঁরা। এ সময় বেলাল হোসেন, গোলাম মো. রাজু ও মনোয়ার হোসেন নামের তিনজন তাঁর সঙ্গে ছিলেন।
হোটেলরুমে মাদক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'তাঁরা যখন হোটেলে উঠেছেন, তখন আমি ডিউটিতে ছিলাম না। আরেকজন ছিল।' হোটেলে মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'যারা রাতে ডিউটিতে ছিল, তারা চলে গেছে। তারা কীভাবে মাদক সেবন করেছে, তা আমি বলতে পারব না। আর মাদক কোথা থেকে কীভাবে আসলো তা-ও জানি না।' র্যাবের ভাষ্যে জব্দ হওয়া জিনিসপত্র প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছ থেকে কী কী পাওয়া গেছে, সে বিষয়ে কিছুই জানি না; র্যাবের লোকজনই ভালো জানেন। আর ওই রুমে আমি যাইওনি, কোনো কিছু দেখিওনি।'
এদিকে র্যাবের গোয়েন্দা সূত্রে জানা যায়, জামালপুর থেকে আত্মগোপন করতেই বুধবার ঢাকা এসেছিলেন বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। ঢাকাতে আত্মগোপনে থেকেই তিনি উচ্চ আদালতের মাধ্যমে অগ্রিম জামিন নিতে চেয়েছিলেন। শাহনেওয়াজ শাহানশাহ নিয়মিত মাদক সেবন করেন। প্রতি ছয় ঘণ্টা পর তাঁর মাদক সেবনের বদ অভ্যাস আছে। একই সঙ্গে তিনি ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল সেবন করতেন। এসব মাদক পৌরসভার একজন কর্মচারীর মাধ্যমে সংগ্রহ করতেন তিনি।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি এ এন এম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, 'হোটেল থেকে শুধু সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। আর কাউকে আটক করা হয়নি।'
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় করা মামলায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায়ও তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। উপস্থাপক হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। এ সময় পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করায় মেয়র প্রকাশ্যে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার প্রতিবাদ করার সাহস পায়নি। পরে ওই পৌর মেয়রের শাস্তির দাবিতে রোববার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সরকারি দায়িত্ব পালনরত মো. মেহের উল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চড় মারার ঘটনায় দলীয় পদ হারান জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার এই মেয়র। সাংগঠনিক কার্যকলাপে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রোববার রাতে তাঁকে দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে ২১ ডিসেম্বর মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে বরখাস্ত হওয়া শাহনেওয়াজ শাহানশাহ আত্মগোপনের উদ্দেশ্যে রাজধানীর উত্তরার 'হোটেল ডি মেরিডিয়ান' হোটেলে উঠেছিলেন। হোটেলে প্রকৃত নাম ব্যবহার না করে ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরও তিন সহযোগী।
উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানের রিসেপশনে দায়িত্বরত আশরাফ আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, রাতে তাঁরা সবাই হোটেলের ৩০৫ নম্বর রুমে ছিলেন। সাবেক মেয়র শাহনেওয়াজ নিজেকে জামালপুর সদর উপজেলার মৃত ইব্রাহিম হোসেন এবং মোছা. আনোয়ারা হোসেন দম্পতির ছেলে মো. আক্তারুজ্জামান বলে পরিচয় দেন।
আজ সকালে এই হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা এবং র্যাব-১-এর একটি দল। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, প্রায় সাড়ে ৩ লাখ টাকা এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
হোটেলটির রিসেপশনিস্ট আশরাফ বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিকে ছদ্মনাম ব্যবহার করে দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহ তিন সহযোগীসহ সাড়ে চার হাজার টাকা ভাড়ায় হোটেলে ওঠেন। ওঠার সময় অগ্রিম এক দিনের ভাড়ার টাকাও দেন তাঁরা। এ সময় বেলাল হোসেন, গোলাম মো. রাজু ও মনোয়ার হোসেন নামের তিনজন তাঁর সঙ্গে ছিলেন।
হোটেলরুমে মাদক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'তাঁরা যখন হোটেলে উঠেছেন, তখন আমি ডিউটিতে ছিলাম না। আরেকজন ছিল।' হোটেলে মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'যারা রাতে ডিউটিতে ছিল, তারা চলে গেছে। তারা কীভাবে মাদক সেবন করেছে, তা আমি বলতে পারব না। আর মাদক কোথা থেকে কীভাবে আসলো তা-ও জানি না।' র্যাবের ভাষ্যে জব্দ হওয়া জিনিসপত্র প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছ থেকে কী কী পাওয়া গেছে, সে বিষয়ে কিছুই জানি না; র্যাবের লোকজনই ভালো জানেন। আর ওই রুমে আমি যাইওনি, কোনো কিছু দেখিওনি।'
এদিকে র্যাবের গোয়েন্দা সূত্রে জানা যায়, জামালপুর থেকে আত্মগোপন করতেই বুধবার ঢাকা এসেছিলেন বরখাস্ত হওয়া মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। ঢাকাতে আত্মগোপনে থেকেই তিনি উচ্চ আদালতের মাধ্যমে অগ্রিম জামিন নিতে চেয়েছিলেন। শাহনেওয়াজ শাহানশাহ নিয়মিত মাদক সেবন করেন। প্রতি ছয় ঘণ্টা পর তাঁর মাদক সেবনের বদ অভ্যাস আছে। একই সঙ্গে তিনি ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল সেবন করতেন। এসব মাদক পৌরসভার একজন কর্মচারীর মাধ্যমে সংগ্রহ করতেন তিনি।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি এ এন এম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, 'হোটেল থেকে শুধু সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। আর কাউকে আটক করা হয়নি।'
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় করা মামলায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায়ও তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। উপস্থাপক হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। এ সময় পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করায় মেয়র প্রকাশ্যে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার প্রতিবাদ করার সাহস পায়নি। পরে ওই পৌর মেয়রের শাস্তির দাবিতে রোববার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সরকারি দায়িত্ব পালনরত মো. মেহের উল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চড় মারার ঘটনায় দলীয় পদ হারান জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার এই মেয়র। সাংগঠনিক কার্যকলাপে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রোববার রাতে তাঁকে দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে ২১ ডিসেম্বর মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২৮ মিনিট আগেঅবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ, যেখানে এ দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি।
৪৪ মিনিট আগেযশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেরংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গতকাল সোমবার গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপ
১ ঘণ্টা আগে