নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিন আগে নিখোঁজ হওয়া কিশোরগঞ্জের চিকিৎসক মির্জা নূর কাউসারকে ‘জঙ্গি’ বলে দাবি করছে পুলিশ। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি করছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি।
আজ সোমবার রাতে কাউসারকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কাউসার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তাঁর অধীনে বেশ কিছু জঙ্গি রয়েছে। আমরা আরও বেশ কয়েকজন চিকিৎসককে চিহ্নিত করেছি, যারা জঙ্গি হিসেবে অত্যন্ত সক্রিয়।’
সিটিটিসি প্রধান আরও বলেন, ‘গত শনিবার কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর গতকাল আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।’
২৮ বছর বয়সী এই চিকিৎসক কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার বাসিন্দা। শহরের খরমপট্টি এলাকায় সমবায় মার্কেটের দোতলায় মেডিক্স কোচিং সেন্টার পরিচালনায় যুক্ত ছিলেন কাউসার। গত শনিবার সন্ধ্যায় সেখান থেকে পাঁচজন লোক তাঁকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ডা. কাউসারের স্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তাঁদের একটি মেয়ে রয়েছে। শহরের খরমপট্টি এলাকার একটি ভাড়া বাসায় তাঁদের সঙ্গে থাকেন কাউসারের বাবা আব্দুল হাকিম।
তুলে নেওয়ার পরেই এ বিষয়ে কাউসারের পরিবার কিশোরগঞ্জ মডেল থানায় অপহরণের লিখিত অভিযোগ দেন। পরদিন তাঁর সহকর্মী চিকিৎসক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসার গাড়ির ভেতর থেকে আমাকে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলেছিল। ফোন বের করার সঙ্গে সঙ্গে আমার ফোনটি কেড়ে নেয় গাড়িতে থাকা এক লোক। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত আমার ফোনটি অন ছিল। পরে বন্ধ পাওয়া যায়।’
মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিয়ে এসেছি। এখন থানায় অভিযোগ দায়ের করব।’
দুই দিন আগে নিখোঁজ হওয়া কিশোরগঞ্জের চিকিৎসক মির্জা নূর কাউসারকে ‘জঙ্গি’ বলে দাবি করছে পুলিশ। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা বলে দাবি করছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি।
আজ সোমবার রাতে কাউসারকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘কাউসার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা। তাঁর অধীনে বেশ কিছু জঙ্গি রয়েছে। আমরা আরও বেশ কয়েকজন চিকিৎসককে চিহ্নিত করেছি, যারা জঙ্গি হিসেবে অত্যন্ত সক্রিয়।’
সিটিটিসি প্রধান আরও বলেন, ‘গত শনিবার কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর গতকাল আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।’
২৮ বছর বয়সী এই চিকিৎসক কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার বাসিন্দা। শহরের খরমপট্টি এলাকায় সমবায় মার্কেটের দোতলায় মেডিক্স কোচিং সেন্টার পরিচালনায় যুক্ত ছিলেন কাউসার। গত শনিবার সন্ধ্যায় সেখান থেকে পাঁচজন লোক তাঁকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ডা. কাউসারের স্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তাঁদের একটি মেয়ে রয়েছে। শহরের খরমপট্টি এলাকার একটি ভাড়া বাসায় তাঁদের সঙ্গে থাকেন কাউসারের বাবা আব্দুল হাকিম।
তুলে নেওয়ার পরেই এ বিষয়ে কাউসারের পরিবার কিশোরগঞ্জ মডেল থানায় অপহরণের লিখিত অভিযোগ দেন। পরদিন তাঁর সহকর্মী চিকিৎসক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউসার গাড়ির ভেতর থেকে আমাকে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলেছিল। ফোন বের করার সঙ্গে সঙ্গে আমার ফোনটি কেড়ে নেয় গাড়িতে থাকা এক লোক। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত আমার ফোনটি অন ছিল। পরে বন্ধ পাওয়া যায়।’
মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম বলেন, ‘আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার এ ঘটনায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে অভিযোগ দিয়ে এসেছি। এখন থানায় অভিযোগ দায়ের করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (বারি) ফুটবল খেলা শেষে স্লেজিং (কটু কথা) করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গত মাসে দুই জাহাজে আগুনের পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জাহাজ দুটির ক্রুদের অদক্ষতা, অবহেলা ও যথাযথ প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি।
২৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কালের কণ্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করার অভিযোগে শাখা ছাত্রদল থেকে মাশফিকুল রাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে
২৬ মিনিট আগেমুক্তির দাবিতে খুলনা জেলা কারাগারে অনশনরত দুই জঙ্গির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আট দিন ধরে কারা হাসপাতালে রেখে স্যালাইনের মাধ্যমে তাঁদের খাবার দেওয়া হচ্ছে।
৩৬ মিনিট আগে