নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া ও পাল্টা ধাওয়ার সময় গাড়ির চাপায় নিহত হন অমিত হাসান অনিক (১৮)। এখন দুই সংগঠনই তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন-ভুলতা সড়কের এশিয়ান ডুপ্লেক্স টাউনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন অনিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। গাউছিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্রদল ও যুবদলের দাবি, অনিক উপজেলার কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি। গতকাল সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কাঞ্চন-ভুলতা সড়কে মশাল মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ ভুঁইয়া ও কাঞ্চন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পাভেল নেতৃত্ব দেন। মিছিলটি মুনশি পাম্প স্টেশনে গিয়ে শেষ করা হয়। মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে অনিককে হামলাকারীরা মারতে মারতে গাড়ির নিচে ফেলে দেয়। আহত অবস্থায় প্রথমে তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে অনিককে দলীয় কর্মী দাবি করে কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান বলেন, ‘অনিক আমার একনিষ্ঠ কর্মী। করোনার সময় থেকে তিনি আমার সঙ্গে বিভিন্ন কাজ করছেন। আমিসহ থানা ছাত্রলীগের নেতাদের সঙ্গে তাঁর শত শত ছবি আছে।’
এ নিয়ে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ছিলাম গোলাকান্দাইলে। মিছিলের কাছেও যেতে পারিনি। ছাত্রদলের ছেলেরা হয়তো পুলিশ আসছে এমন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথা পাইছে। যারা অভিযোগ করছে, তাদের বলেন ফুটেজ বের করতে। গাউছিয়া এলাকায় আমাদের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। মিছিল শেষে ওদের ছেলেরা গাউছিয়ার দিকে আসলে আমরা হইচই করি। এরপর তারা দ্রুত দিপু ভুঁইয়ার মার্কেটে ঢুকে পালিয়ে যায়।’
আজ শুক্রবার কাঞ্চন-ভুলতা সড়ক ও কাঞ্চন পৌরসভা এলাকায় খোঁজ নেওয়া হয় ছাত্রদলের মিছিল ও হামলার বিষয়ে। গাউছিয়া মোড় থেকে পোনাব এশিয়ান সিটি পর্যন্ত অন্তত আটজনের সঙ্গে কথা হয়। তাঁদের কেউই গতকালের ছাত্রদলের মিছিল দেখতে পাননি বলে জানান। তবে শুনেছেন ছাত্রদল মশাল মিছিল করেছে।
ঘটনাস্থলের পাশেই থাকা এশিয়ান ডুপ্লেক্স সিটির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল রাত ৭টার দিকে ওই রাস্তায় দুর্ঘটনার কারণে যানজট তৈরি হয়। সেই যানজট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। ওই এলাকায় চায়ের দোকানে দেখা মেলে অনিককে আহত অবস্থায় উদ্ধার করা অটোরিকশাচালক ইসমাইলের (৩৫)। এ নিয়ে জানতে চাইলে ইসমাইল বলেন, ‘আমি রাস্তায় অনিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাঁর পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছিল।’ একই মন্তব্য করেন ঘটনাস্থলের পাশেই থাকা হাসান ফুডের শ্রমিক শাহীন।
অনিকের দূর সম্পর্কের আত্মীয় রোমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গতকাল রাতে বাসায় ফিরছিলাম। বাড়ির সামনের গলিতে অটোরিকশা থেকে নামতেই দেখি জটলা। সামনে গিয়ে দেখি আমারই আত্মীয় অনিক রাস্তায় পড়ে আছে। এরপর তাঁকে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ও পরে ঢামেকে নিয়ে যাই।’
রোমান আরও বলেন, ‘পথে অমিত আমাকে জানান, তিনি ছাত্রদলের মিছিলে গিয়েছিলেন। মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের লোকজন তাঁদের ধাওয়া করে ও চড়-থাপ্পড় দেয়। তখনই অটোরিকশায় করে কাঞ্চনের দিকে রওনা দেন। কিছু দূর এগিয়ে টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেও ৮ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে আবারও অটোরিকশায় উঠতে যান। অটোরিকশার সামনে বসার জন্য রাস্তায় বাঁ দিক থেকে ডানে ঘুরে যেতেই পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। সেটা প্রাইভেট কার নাকি ট্রাক তা বলতে পারেননি।’
অমিতের পরিবারের খোঁজ নিতে গিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘একটি দুর্ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। এটা আপনারা প্রতিহত করবেন। আমরা আপনাদের পাশে আছি।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি অনিক অটোরিকশায় চড়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হন। পরে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় তাঁকে ধাওয়া দেওয়া হয়েছে বা মারধর করা হয়েছে এমন কোনো তথ্য আমরা তদন্তে পাইনি। এখন পর্যন্ত এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার দিনভর অমিত হাসান অনিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি প্রমুখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া ও পাল্টা ধাওয়ার সময় গাড়ির চাপায় নিহত হন অমিত হাসান অনিক (১৮)। এখন দুই সংগঠনই তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন-ভুলতা সড়কের এশিয়ান ডুপ্লেক্স টাউনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন অনিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। গাউছিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্রদল ও যুবদলের দাবি, অনিক উপজেলার কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি। গতকাল সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কাঞ্চন-ভুলতা সড়কে মশাল মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ ভুঁইয়া ও কাঞ্চন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পাভেল নেতৃত্ব দেন। মিছিলটি মুনশি পাম্প স্টেশনে গিয়ে শেষ করা হয়। মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে অনিককে হামলাকারীরা মারতে মারতে গাড়ির নিচে ফেলে দেয়। আহত অবস্থায় প্রথমে তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে অনিককে দলীয় কর্মী দাবি করে কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান বলেন, ‘অনিক আমার একনিষ্ঠ কর্মী। করোনার সময় থেকে তিনি আমার সঙ্গে বিভিন্ন কাজ করছেন। আমিসহ থানা ছাত্রলীগের নেতাদের সঙ্গে তাঁর শত শত ছবি আছে।’
এ নিয়ে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ছিলাম গোলাকান্দাইলে। মিছিলের কাছেও যেতে পারিনি। ছাত্রদলের ছেলেরা হয়তো পুলিশ আসছে এমন ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথা পাইছে। যারা অভিযোগ করছে, তাদের বলেন ফুটেজ বের করতে। গাউছিয়া এলাকায় আমাদের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছিলেন। মিছিল শেষে ওদের ছেলেরা গাউছিয়ার দিকে আসলে আমরা হইচই করি। এরপর তারা দ্রুত দিপু ভুঁইয়ার মার্কেটে ঢুকে পালিয়ে যায়।’
আজ শুক্রবার কাঞ্চন-ভুলতা সড়ক ও কাঞ্চন পৌরসভা এলাকায় খোঁজ নেওয়া হয় ছাত্রদলের মিছিল ও হামলার বিষয়ে। গাউছিয়া মোড় থেকে পোনাব এশিয়ান সিটি পর্যন্ত অন্তত আটজনের সঙ্গে কথা হয়। তাঁদের কেউই গতকালের ছাত্রদলের মিছিল দেখতে পাননি বলে জানান। তবে শুনেছেন ছাত্রদল মশাল মিছিল করেছে।
ঘটনাস্থলের পাশেই থাকা এশিয়ান ডুপ্লেক্স সিটির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গতকাল রাত ৭টার দিকে ওই রাস্তায় দুর্ঘটনার কারণে যানজট তৈরি হয়। সেই যানজট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। ওই এলাকায় চায়ের দোকানে দেখা মেলে অনিককে আহত অবস্থায় উদ্ধার করা অটোরিকশাচালক ইসমাইলের (৩৫)। এ নিয়ে জানতে চাইলে ইসমাইল বলেন, ‘আমি রাস্তায় অনিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাঁর পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছিল।’ একই মন্তব্য করেন ঘটনাস্থলের পাশেই থাকা হাসান ফুডের শ্রমিক শাহীন।
অনিকের দূর সম্পর্কের আত্মীয় রোমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গতকাল রাতে বাসায় ফিরছিলাম। বাড়ির সামনের গলিতে অটোরিকশা থেকে নামতেই দেখি জটলা। সামনে গিয়ে দেখি আমারই আত্মীয় অনিক রাস্তায় পড়ে আছে। এরপর তাঁকে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ও পরে ঢামেকে নিয়ে যাই।’
রোমান আরও বলেন, ‘পথে অমিত আমাকে জানান, তিনি ছাত্রদলের মিছিলে গিয়েছিলেন। মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের লোকজন তাঁদের ধাওয়া করে ও চড়-থাপ্পড় দেয়। তখনই অটোরিকশায় করে কাঞ্চনের দিকে রওনা দেন। কিছু দূর এগিয়ে টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেও ৮ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে আবারও অটোরিকশায় উঠতে যান। অটোরিকশার সামনে বসার জন্য রাস্তায় বাঁ দিক থেকে ডানে ঘুরে যেতেই পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। সেটা প্রাইভেট কার নাকি ট্রাক তা বলতে পারেননি।’
অমিতের পরিবারের খোঁজ নিতে গিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘একটি দুর্ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। এটা আপনারা প্রতিহত করবেন। আমরা আপনাদের পাশে আছি।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি অনিক অটোরিকশায় চড়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হন। পরে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় তাঁকে ধাওয়া দেওয়া হয়েছে বা মারধর করা হয়েছে এমন কোনো তথ্য আমরা তদন্তে পাইনি। এখন পর্যন্ত এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ শুক্রবার দিনভর অমিত হাসান অনিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি প্রমুখ।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৩ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৪ ঘণ্টা আগে