ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের যাবতীয় রাজনৈতিক অনাচারের হোতা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।
একসময়ের ‘মহাক্ষমতাধর’ এই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ফরিদপুর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁরা বলেছেন, দীর্ঘদিন তিনি ফরিদপুরে যাবতীয় চাঁদাবাজি ও টেন্ডারবাজির নেতৃত্ব দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে ফরিদপুরের আকাশ ‘মেঘমুক্ত’ হলো।
বাবরকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হওয়ার পেছনে বাবরের হাত ছিল। তিনি সরকারি দপ্তরের টেন্ডার বাণিজ্য এবং চাকরি দেওয়ার নাম করে টাকাপয়সা আদায় করতেন। তাঁর ছত্রচ্ছায়ায় শহরে ‘হেলমেট বাহিনী’ ও ‘হাতুড়ি বাহিনী’ নামে দুটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছিল। এসব বাহিনীর সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন। ফরিদপুরের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকেই আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবরের নাম বলেছেন।
পুলিশ জানায়, ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পুলিশ। মোহতেশাম হোসেন বাবর সেই মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি এ এইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, যুবলীগের নেতা আশিকুর রহমান ফারহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, যুবলীগের নেতা কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম। এই ১০ আসামির মধ্যে যুবলীগের নেতা মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম এখনো পলাতক।
ফরিদপুরের বাসিন্দারা জানান, সাংসদ মোশাররফ হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাঁর ভাই বাবর একটি বিশেষ বলয় তৈরি করেন। সেই বলয়ে ছিলেন মন্ত্রীর এপিএস এইচ এম ফুয়াদ এবং রুবেল, বরকত। তাঁরা জেলার সড়ক ও জনপথ, পিডব্লিউডি, এলজিইডি, হেলথ, বিআরটিএ, পৌরসভা, বিদ্যুৎ, জেলা পরিষদ, ফ্যাসিলিটিজ, পানি উন্নয়ন বোর্ড, মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ধরনের টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্য শুরু করেন। এর পাশাপাশি জোর করে নিরীহ মানুষের জমি দখল করে নামমাত্র মূল্যে ক্রয় করতে থাকেন। এভাবে তাঁরা বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি তাঁরা জেলার রাজনীতির নিয়ন্ত্রণ করতেও শুরু করেন।
এ অবস্থায় ২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। ওই মামলার আসামি হিসেবে ২০২০ সালের ৭ জুন রাতে রুবেল, বরকতসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের পরই মুখ খুলতে শুরু করে ফরিদপুরের মানুষ। একের পর এক বেরিয়ে আসে সন্ত্রাসী কর্মকাণ্ডের লোমহর্ষক কাহিনি। এই অভিযানের মধ্য দিয়ে ফরিদপুরের রাজনীতিতে খন্দকার মোশাররফ ও তাঁর ভাইয়ের আধিপত্যের অবসান হয়। এরপরই শান্ত হয় ফরিদপুর।
ফরিদপুরের যাবতীয় রাজনৈতিক অনাচারের হোতা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি।
একসময়ের ‘মহাক্ষমতাধর’ এই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ফরিদপুর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁরা বলেছেন, দীর্ঘদিন তিনি ফরিদপুরে যাবতীয় চাঁদাবাজি ও টেন্ডারবাজির নেতৃত্ব দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে ফরিদপুরের আকাশ ‘মেঘমুক্ত’ হলো।
বাবরকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হওয়ার পেছনে বাবরের হাত ছিল। তিনি সরকারি দপ্তরের টেন্ডার বাণিজ্য এবং চাকরি দেওয়ার নাম করে টাকাপয়সা আদায় করতেন। তাঁর ছত্রচ্ছায়ায় শহরে ‘হেলমেট বাহিনী’ ও ‘হাতুড়ি বাহিনী’ নামে দুটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছিল। এসব বাহিনীর সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতেন। ফরিদপুরের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকেই আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবরের নাম বলেছেন।
পুলিশ জানায়, ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পুলিশ। মোহতেশাম হোসেন বাবর সেই মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি এ এইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, যুবলীগের নেতা আশিকুর রহমান ফারহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, যুবলীগের নেতা কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম। এই ১০ আসামির মধ্যে যুবলীগের নেতা মোহাম্মদ আলী মিনার ও তারিকুল ইসলাম নাসিম এখনো পলাতক।
ফরিদপুরের বাসিন্দারা জানান, সাংসদ মোশাররফ হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তাঁর ভাই বাবর একটি বিশেষ বলয় তৈরি করেন। সেই বলয়ে ছিলেন মন্ত্রীর এপিএস এইচ এম ফুয়াদ এবং রুবেল, বরকত। তাঁরা জেলার সড়ক ও জনপথ, পিডব্লিউডি, এলজিইডি, হেলথ, বিআরটিএ, পৌরসভা, বিদ্যুৎ, জেলা পরিষদ, ফ্যাসিলিটিজ, পানি উন্নয়ন বোর্ড, মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ধরনের টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্য শুরু করেন। এর পাশাপাশি জোর করে নিরীহ মানুষের জমি দখল করে নামমাত্র মূল্যে ক্রয় করতে থাকেন। এভাবে তাঁরা বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি তাঁরা জেলার রাজনীতির নিয়ন্ত্রণ করতেও শুরু করেন।
এ অবস্থায় ২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। ওই মামলার আসামি হিসেবে ২০২০ সালের ৭ জুন রাতে রুবেল, বরকতসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তারের পরই মুখ খুলতে শুরু করে ফরিদপুরের মানুষ। একের পর এক বেরিয়ে আসে সন্ত্রাসী কর্মকাণ্ডের লোমহর্ষক কাহিনি। এই অভিযানের মধ্য দিয়ে ফরিদপুরের রাজনীতিতে খন্দকার মোশাররফ ও তাঁর ভাইয়ের আধিপত্যের অবসান হয়। এরপরই শান্ত হয় ফরিদপুর।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৮ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৯ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে