মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর এলাকায় আজ সকালে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ, আহত ও স্থানীয়রা জানান, ওই এলাকার নজরুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল শিকদার। এ নিয়ে বেশ কয়েকবার সালিসে মীমাংসাও হয়। এরই জেরে আজ সকালে শাকিল শিকদার প্রথমে ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ প্রায় ২০ জন আহত করেছেন।
আহতেরা হলেন নজরুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩২), আমজাদ শিকদারের ছেলে মহিবুল শিকদার (৩৫) ও মিজান শিকদার (১২), হেলউদ্দিন শিকদারের ছেলে আজাহার শিকদার (৪০), ইসমাইল মাতুব্বরের স্ত্রী রানু বেগম (৫০), সোনামুদ্দিন শিকদারের ছেলে সাহাবুদ্দিন শিকদার (৪০), কালিকাপুরের আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিনসহ (৩২) আরও অনেকে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সকালেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে।
নজরুল শিকদার বলেন, ‘আমার মেয়েকে উত্ত্যক্ত করে শাকিল। এর প্রতিবাদ করায় হঠাৎ করে হামলা চালানো হয়। এতে পরিবারের সবাই আহত হয়েছি। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অপর দিকে সাহাবুদ্দিন শিকদার বলেন, ‘হঠাৎ করে নজরুল তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’
ছিলারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহার খালাসী বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।’
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (মেডিকেল অফিসার) সিহাব চৌধুরী বলেন, সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর এলাকায় আজ সকালে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ, আহত ও স্থানীয়রা জানান, ওই এলাকার নজরুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন প্রতিবেশী সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল শিকদার। এ নিয়ে বেশ কয়েকবার সালিসে মীমাংসাও হয়। এরই জেরে আজ সকালে শাকিল শিকদার প্রথমে ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ প্রায় ২০ জন আহত করেছেন।
আহতেরা হলেন নজরুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩২), আমজাদ শিকদারের ছেলে মহিবুল শিকদার (৩৫) ও মিজান শিকদার (১২), হেলউদ্দিন শিকদারের ছেলে আজাহার শিকদার (৪০), ইসমাইল মাতুব্বরের স্ত্রী রানু বেগম (৫০), সোনামুদ্দিন শিকদারের ছেলে সাহাবুদ্দিন শিকদার (৪০), কালিকাপুরের আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিনসহ (৩২) আরও অনেকে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সকালেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে।
নজরুল শিকদার বলেন, ‘আমার মেয়েকে উত্ত্যক্ত করে শাকিল। এর প্রতিবাদ করায় হঠাৎ করে হামলা চালানো হয়। এতে পরিবারের সবাই আহত হয়েছি। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অপর দিকে সাহাবুদ্দিন শিকদার বলেন, ‘হঠাৎ করে নজরুল তাঁর লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’
ছিলারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহার খালাসী বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।’
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (মেডিকেল অফিসার) সিহাব চৌধুরী বলেন, সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৩ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৪ ঘণ্টা আগে