মানবাধিকার নিয়ে র‍্যাবের সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২২: ১৭
র‍্যাব সদর দপ্তরের এলিট হলে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট ড. শাহদীন মালিক। ছবি: আজকের পত্রিকা

মানবাধিকার নিয়ে সেমিনার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার র‍্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট ড. শাহদীন মালিক বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি মানবাধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‍্যাবের দৈনন্দিন কার্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আলোচনার দ্বিতীয় অংশে মিডিয়ার চোখে র‍্যাব ও জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় তিনি মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে, এ ব্যাপারে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

র‍্যাব সদর দপ্তরের এলিট হলে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা
র‍্যাব সদর দপ্তরের এলিট হলে আয়োজিত সেমিনার। ছবি: আজকের পত্রিকা

সেমিনারে র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া র‍্যাব সদর দপ্তরের সব পরিচালক ও অন্যা ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, র‍্যাবের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ে করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাঁদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত