প্রতিনিধি, ধামরাই
ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী অনুষ্ঠানে আসা সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ধামরাই যাত্রাবাড়ী এলাকার খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটার শেষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কুশুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্বাসন গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি সাটুরিয়া উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
এই ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যায়, ওই যুবকের পেছন থেকে পাঞ্জাবির কলার ধরে রেখেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। তাঁর বাম পাশ থেকে রাজ্জাকের কোমরে একটা ঘুষি মারেন পৌর ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম শুভ এবং সামনের কলার ধরে তাকে পেটে ঘুষি মারার ভয় দেখাচ্ছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। আর ভুক্তভোগী যুবক ভয়ে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন।
পরে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারওয়ার মাহবুব তুষার ওই যুবককে ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে তাড়িয়ে দেন। সেখানে মেয়রের পেছনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শেষে খাবার কম পড়ায় কয়েকজন নারী রাজ্জাকের কাছে খাবার চায়। পরে খাবারের জন্য ওই নারীদের মেয়রকে দেখিয়ে দেয়। এরপর মেয়র কিছু না বুঝে না শুনেই রাজ্জাককে একটা থাপ্পড় মারে ও গালিগালাজ করে। এর পরেই আরও কয়েকজন এসে রাজ্জাককে চারপাশ থেকে ঘিরে ফেলে ও মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারী জানান, আমি অনেক পরে ভিডিও করেছি। প্রথমে মেয়ের একটা থাপ্পড় দিয়েছে এবং পাশের অনেকেই মেরেছে কিন্তু সেই ফুটেজ আমি ধারণ করতে পারিনি।
সাটুরিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, ‘অনুষ্ঠানে খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু খাবার অনেকেই পায় না। তখন আমার কাছে কয়েকজন নারী খাবারের কথা বলেন। পরে আমি তাঁদের মেয়র আংকেলকে দেখিয়ে দিই। যে আংকেলের কাছে গিয়ে চান। আংকেল এর দায়িত্বে আছেন। এই কথা শুনে মেয়র আংকেল আমাকে কলার ধরে গালিগালাজ করে।’
মেয়র কবির মোল্লা আপনাকে মারধর করেছে কি না এমন প্রশ্নে তিনি মৃদু স্বরে বলেন, ‘প্রথমে চর মেরেছে। তার পর ঘুষি মারতে চেয়েছিল কিন্তু মারেনি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, আমি সেখানে ছিলাম। মারধর করা হয়নি। এটা তেমন বড় কোনো বিষয় না। ছোট একটা ঘটনা।
এ বিষয়ে সাংবাদিকেরা ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার কাছে জানতে চাইলে তিনি প্রথমে জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না।
তবে পরে আবার সাংবাদিকদের বলেন, ‘আমাকে কেউ একজন এসে বলল আমার পকেটে হাত দিয়েছে আব্দুর রাজ্জাক। তখন আবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভাই বললেন যে তাকে তিনি চিনেন। পরে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী অনুষ্ঠানে আসা সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ধামরাই যাত্রাবাড়ী এলাকার খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটার শেষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কুশুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্বাসন গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি সাটুরিয়া উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
এই ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যায়, ওই যুবকের পেছন থেকে পাঞ্জাবির কলার ধরে রেখেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। তাঁর বাম পাশ থেকে রাজ্জাকের কোমরে একটা ঘুষি মারেন পৌর ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম শুভ এবং সামনের কলার ধরে তাকে পেটে ঘুষি মারার ভয় দেখাচ্ছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। আর ভুক্তভোগী যুবক ভয়ে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন।
পরে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারওয়ার মাহবুব তুষার ওই যুবককে ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে তাড়িয়ে দেন। সেখানে মেয়রের পেছনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শেষে খাবার কম পড়ায় কয়েকজন নারী রাজ্জাকের কাছে খাবার চায়। পরে খাবারের জন্য ওই নারীদের মেয়রকে দেখিয়ে দেয়। এরপর মেয়র কিছু না বুঝে না শুনেই রাজ্জাককে একটা থাপ্পড় মারে ও গালিগালাজ করে। এর পরেই আরও কয়েকজন এসে রাজ্জাককে চারপাশ থেকে ঘিরে ফেলে ও মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারী জানান, আমি অনেক পরে ভিডিও করেছি। প্রথমে মেয়ের একটা থাপ্পড় দিয়েছে এবং পাশের অনেকেই মেরেছে কিন্তু সেই ফুটেজ আমি ধারণ করতে পারিনি।
সাটুরিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, ‘অনুষ্ঠানে খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু খাবার অনেকেই পায় না। তখন আমার কাছে কয়েকজন নারী খাবারের কথা বলেন। পরে আমি তাঁদের মেয়র আংকেলকে দেখিয়ে দিই। যে আংকেলের কাছে গিয়ে চান। আংকেল এর দায়িত্বে আছেন। এই কথা শুনে মেয়র আংকেল আমাকে কলার ধরে গালিগালাজ করে।’
মেয়র কবির মোল্লা আপনাকে মারধর করেছে কি না এমন প্রশ্নে তিনি মৃদু স্বরে বলেন, ‘প্রথমে চর মেরেছে। তার পর ঘুষি মারতে চেয়েছিল কিন্তু মারেনি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, আমি সেখানে ছিলাম। মারধর করা হয়নি। এটা তেমন বড় কোনো বিষয় না। ছোট একটা ঘটনা।
এ বিষয়ে সাংবাদিকেরা ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার কাছে জানতে চাইলে তিনি প্রথমে জানান এ বিষয়ে তিনি কিছু জানেন না।
তবে পরে আবার সাংবাদিকদের বলেন, ‘আমাকে কেউ একজন এসে বলল আমার পকেটে হাত দিয়েছে আব্দুর রাজ্জাক। তখন আবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভাই বললেন যে তাকে তিনি চিনেন। পরে তখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
জানাজার পর আমাকে ও ছেলে সাদ বিন আজিজুর রহমানকে র্যাব তাদের কার্যালয়ে নিয়ে যায়। এরপর সাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন আমি পাশের রুমে বসে ছিলাম। সাদকে অনেক টর্চার করা হচ্ছে আমি বুঝতে পারি। মনে হয় এ কারণেই সাদ তার মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছিল।
৫ মিনিট আগেবরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া লঞ্চঘাট থেকে উত্তর দিকে বেড়িবাঁধের দুই কিলোমিটার রাস্তা বেহাল। বেতাগী থেকে মোকামিয়া যেতে বেড়িবাঁধের প্রায় ৯ কিলোমিটার রাস্তার প্রায় ৭ কিলোমিটার পাকা হলেও মাত্র দুই কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। যে কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ প্রতিদিন...
১৫ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চকচকা গ্রামের কাঠিহারধর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেশেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
১ ঘণ্টা আগে