৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩: ০৫
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৫৪

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর কাঠবোঝাই ট্রাক উল্টে রেললাইনে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেতুর ২১ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এতে সেতুর ওপর দিয়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে কাঠের গুঁড়িগুলো সরিয়ে নেওয়ার পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কাঠের গুঁড়িবাহী একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা কাঠের গুঁড়িগুলো সেতুর রেললাইনের ওপর পড়ে যায়। ফলে ঢাকার সঙ্গে ট্রেনযোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে কাঠবোঝাই ট্রাক উল্টে রেললাইনের ওপর পড়ে থাকায় সেতুর পূর্ব পাড়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা আটকে থাকে। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাঠগুলো সরিয়ে নেয়। এতে রাত ১টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রশ্নে ভারতীয় সংবাদপত্রকে যা বললেন ড. ইউনূস

আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দিচ্ছে রাজনৈতিক দলগুলো: উপদেষ্টা আসিফ

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত