কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও তার দেহরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে গতকাল শনিবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় এই মামলা করা হয়।
আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।
মামলায় অন্য আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (৪৭), রামচন্দ্রপুর এলাকার আকরাম হোসেন (৪৮), উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান (৪৩) ও মো. কাজল (৩৪), ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন ফরাজী, বড়গাঁও এলাকার সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হেকিম ফরাজী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির (৪৫), চেয়ারম্যানের ভাই মো. কালাম (৩৫), বড়গাঁও এলাকার মেম্বার জাহাঙ্গীর ফরাজী (৪৬), বড়গাঁও এলাকার রুবেল পালোয়ান (৩২), ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন পাঠান (৩৮), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান (২৮), মোক্তারপুর এলাকার সবুজ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া এলাকার মেম্বার সিরাজুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্মরণসভায় যোগদানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। এদিকে একই লক্ষ্যে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতর জড়ো হন।
সে সময় উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমিতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। প্রথমে উপজেলা পরিষদের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ি চত্বরের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু নেতা-কর্মীরা এতে উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ইউএনও আজিজুর রহমান নিজে সেখানে আসেন। তিনি ইউপি চেয়ারম্যানকে ডেকে বলেন স্থানীয় সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ লোকজন উপজেলা পরিষদে আসবেন। সম্ভব হলে নেতা-কর্মীদের গাড়ি যেন বাইরের খোলা জায়গায় নিয়ে রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান উচ্চ স্বরে বাক্য বিনিময় শুরু করেন ইউএনওর সঙ্গে। তখন চেয়ারম্যানের সঙ্গে থাকা নেতা-কর্মীরা এগিয়ে এসে ইউএনওসহ তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর চড়াও হন।
এ ব্যাপারে চেয়ারম্যান মো. আলমগীরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আমরা গতকাল রাত ৩টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও তার দেহরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে গতকাল শনিবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় এই মামলা করা হয়।
আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।
মামলায় অন্য আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (৪৭), রামচন্দ্রপুর এলাকার আকরাম হোসেন (৪৮), উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান (৪৩) ও মো. কাজল (৩৪), ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন ফরাজী, বড়গাঁও এলাকার সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হেকিম ফরাজী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির (৪৫), চেয়ারম্যানের ভাই মো. কালাম (৩৫), বড়গাঁও এলাকার মেম্বার জাহাঙ্গীর ফরাজী (৪৬), বড়গাঁও এলাকার রুবেল পালোয়ান (৩২), ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন পাঠান (৩৮), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান (২৮), মোক্তারপুর এলাকার সবুজ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া এলাকার মেম্বার সিরাজুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্মরণসভায় যোগদানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। এদিকে একই লক্ষ্যে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতর জড়ো হন।
সে সময় উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমিতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। প্রথমে উপজেলা পরিষদের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ি চত্বরের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু নেতা-কর্মীরা এতে উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ইউএনও আজিজুর রহমান নিজে সেখানে আসেন। তিনি ইউপি চেয়ারম্যানকে ডেকে বলেন স্থানীয় সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ লোকজন উপজেলা পরিষদে আসবেন। সম্ভব হলে নেতা-কর্মীদের গাড়ি যেন বাইরের খোলা জায়গায় নিয়ে রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান উচ্চ স্বরে বাক্য বিনিময় শুরু করেন ইউএনওর সঙ্গে। তখন চেয়ারম্যানের সঙ্গে থাকা নেতা-কর্মীরা এগিয়ে এসে ইউএনওসহ তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর চড়াও হন।
এ ব্যাপারে চেয়ারম্যান মো. আলমগীরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আমরা গতকাল রাত ৩টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৯ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
২২ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগে