মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শ্রদ্ধা, ভালোবাস আর চোখের জলে গারোদের সাংসারেক ধর্মের পুরোহিত (খামাল) জনিক নকরেককে চিরবিদায় দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্মরণসভা শেষে তাকে মধুপুরের চুনিয়ায় নিজ বাড়ির পাশে সৎকার করা হয়।
জনিক নকরেক ছিলেন বিলুপ্তপ্রায় সাংসারেক ধর্মের একনিষ্ঠ প্রকৃতি পূজারি খামাল (পুরোহিত)। বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
তাঁর বয়স নিয়ে মতানৈক্য রয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯২৭ সালের ৫ জানুয়ারি। বয়স্কভাতার কার্ডে লেখা বলছে, তাঁর জন্ম ১৯১৪ সালে। তবে জীবদ্দশায় তিনি দাবি করতেন, ২০২১ সালে তাঁর বয়স হয়েছে ১২৩ বছর।
জানা যায়, জনিক নকরেকের জন্ম ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর। বাবা অতীন্দ্র মৃ। মা অনছি নকরেক। মধুপুর বনাঞ্চলের পীরগাছা ছিল নানার বাড়ি। নানা সুরমান চিরান, নানি বালমি নকরেক। সেই সূত্রেই ত্রিপুরা থেকে মধুপুরে আসেন। স্ত্রীর নাম অনিতা মৃ (মৃত)। বিয়ের পর ত্রিপুরায় ফেরা হয়নি জনিকের। তাঁর পাঁচ ছেলে, তিন মেয়ে। তিনি নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার সকালে চুনিয়ায় জনিক নকরেকের নিজ বাড়িতে অনুষ্ঠিত স্মরণ সভায় বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ফাদার লরেন্স সিএসসি, সাংবাদিক পরাগ রিসিলসহ অনেকেই তাঁর স্মৃতি চারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল মৃ, প্রধান শিক্ষক রাফায়েল মৃ, এপ্রিল পল মৃসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
জনিক মৃত্যুর আগপর্যন্ত আদি গারোদের মতো পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। পরিবারের সবাই খ্রিষ্টান হলেও নিজের মতাদর্শে তিনি অটল ছিলেন। তাঁর আফসোস ছিল, ধর্মীয় প্রার্থনার জন্য কোনো মন্দির নেই। তাই থাকার ঘরের একাংশকে তিনি মন্দির হিসেবে ব্যবহার করতেন।
ছোটবেলায় প্রথম বিশ্বযুদ্ধের গল্প শুনেছেন। যৌবনে দেখেছেন ব্রিটিশ শাসনের দাপট। পাকিস্তান-ভারত বিভক্তি, বাংলাদেশের স্বাধীনতা সবই দেখেছেন তিনি।
জনিকের জীবনের সবচেয়ে বড় স্মৃতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ। ১৯৭১ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধুপুর বনাঞ্চলের দোখলা বাংলোতে এলে চুনিয় গ্রাম পরিদর্শনকালে জনিকের জীর্ণ কুটিরে কিছুক্ষণের জন্য বসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রাসেল।
শ্রদ্ধা, ভালোবাস আর চোখের জলে গারোদের সাংসারেক ধর্মের পুরোহিত (খামাল) জনিক নকরেককে চিরবিদায় দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্মরণসভা শেষে তাকে মধুপুরের চুনিয়ায় নিজ বাড়ির পাশে সৎকার করা হয়।
জনিক নকরেক ছিলেন বিলুপ্তপ্রায় সাংসারেক ধর্মের একনিষ্ঠ প্রকৃতি পূজারি খামাল (পুরোহিত)। বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
তাঁর বয়স নিয়ে মতানৈক্য রয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯২৭ সালের ৫ জানুয়ারি। বয়স্কভাতার কার্ডে লেখা বলছে, তাঁর জন্ম ১৯১৪ সালে। তবে জীবদ্দশায় তিনি দাবি করতেন, ২০২১ সালে তাঁর বয়স হয়েছে ১২৩ বছর।
জানা যায়, জনিক নকরেকের জন্ম ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর। বাবা অতীন্দ্র মৃ। মা অনছি নকরেক। মধুপুর বনাঞ্চলের পীরগাছা ছিল নানার বাড়ি। নানা সুরমান চিরান, নানি বালমি নকরেক। সেই সূত্রেই ত্রিপুরা থেকে মধুপুরে আসেন। স্ত্রীর নাম অনিতা মৃ (মৃত)। বিয়ের পর ত্রিপুরায় ফেরা হয়নি জনিকের। তাঁর পাঁচ ছেলে, তিন মেয়ে। তিনি নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার সকালে চুনিয়ায় জনিক নকরেকের নিজ বাড়িতে অনুষ্ঠিত স্মরণ সভায় বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি অজয় এ মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ফাদার লরেন্স সিএসসি, সাংবাদিক পরাগ রিসিলসহ অনেকেই তাঁর স্মৃতি চারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল মৃ, প্রধান শিক্ষক রাফায়েল মৃ, এপ্রিল পল মৃসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
জনিক মৃত্যুর আগপর্যন্ত আদি গারোদের মতো পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। পরিবারের সবাই খ্রিষ্টান হলেও নিজের মতাদর্শে তিনি অটল ছিলেন। তাঁর আফসোস ছিল, ধর্মীয় প্রার্থনার জন্য কোনো মন্দির নেই। তাই থাকার ঘরের একাংশকে তিনি মন্দির হিসেবে ব্যবহার করতেন।
ছোটবেলায় প্রথম বিশ্বযুদ্ধের গল্প শুনেছেন। যৌবনে দেখেছেন ব্রিটিশ শাসনের দাপট। পাকিস্তান-ভারত বিভক্তি, বাংলাদেশের স্বাধীনতা সবই দেখেছেন তিনি।
জনিকের জীবনের সবচেয়ে বড় স্মৃতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ। ১৯৭১ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধুপুর বনাঞ্চলের দোখলা বাংলোতে এলে চুনিয় গ্রাম পরিদর্শনকালে জনিকের জীর্ণ কুটিরে কিছুক্ষণের জন্য বসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রাসেল।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২১ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২৬ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
৩৯ মিনিট আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
১ ঘণ্টা আগে