প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা করা না হলে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালীতে এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর আগে গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালীতে নরসুন্দা নদীর ওপরের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু, নির্মাণকাজ শুরুর কয়েদিন পরেই হঠাৎ কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এ অবস্থায় পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগে আছে হাজারো মানুষ। গোবিন্দপুর থেকে কিশোরগঞ্জ জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এটি। সেতু ভেঙে ফেলায় প্রায় ১০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে তাদের।
কিছুদিন আগে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী। এতে পায়ে হেঁটে যাতায়াতের জন্য অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়। কিন্তু যানবাহন চলাচল করতে না পারায় রোগী নিয়ে জেলা সদরে যাওয়া সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, কৃষকেরা এখানকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না। সেতু ভাঙা থাকায় নদীর দুপাশে যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এতে টাকা ও সময়ের অপচয় হচ্ছে।
বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম রতন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ভাষা মিয়া, ব্যবসায়ী আশরাফ উদ্দিন দুলাল, মানিক মিয়া, ফরিদ উদ্দিন মাসুদ, রফিকুল ইসলাম, উজ্জ্বল মিয়া, আব্দুল আলী প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, গত সমন্বয় সভায় উপজেলা প্রকৌশল বিভাগকে ঠিকাদারের সঙ্গে কথা বলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এরপরও বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে তিনি উল্লেখ করেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা করা না হলে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালীতে এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক বছর আগে গোবিন্দপুর ইউনিয়নের ফটিকখালীতে নরসুন্দা নদীর ওপরের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু, নির্মাণকাজ শুরুর কয়েদিন পরেই হঠাৎ কাজ বন্ধ করে দেন ঠিকাদার। এ অবস্থায় পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগে আছে হাজারো মানুষ। গোবিন্দপুর থেকে কিশোরগঞ্জ জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এটি। সেতু ভেঙে ফেলায় প্রায় ১০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে তাদের।
কিছুদিন আগে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী। এতে পায়ে হেঁটে যাতায়াতের জন্য অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়। কিন্তু যানবাহন চলাচল করতে না পারায় রোগী নিয়ে জেলা সদরে যাওয়া সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, কৃষকেরা এখানকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না। সেতু ভাঙা থাকায় নদীর দুপাশে যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এতে টাকা ও সময়ের অপচয় হচ্ছে।
বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম রতন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ভাষা মিয়া, ব্যবসায়ী আশরাফ উদ্দিন দুলাল, মানিক মিয়া, ফরিদ উদ্দিন মাসুদ, রফিকুল ইসলাম, উজ্জ্বল মিয়া, আব্দুল আলী প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, গত সমন্বয় সভায় উপজেলা প্রকৌশল বিভাগকে ঠিকাদারের সঙ্গে কথা বলে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। এরপরও বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে তিনি উল্লেখ করেন।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৃহবধূ সাবরিনা আক্তারকে (২৪) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ ঘটনা ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে...
২ মিনিট আগেহাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
২৬ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন...
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগে