নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকার করার প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এক মানববন্ধন থেকে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমরা বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পুরোনো ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে পূর্বের ন্যায় ১৬ জোড়া ট্রেন চলাচল ও এর বগি বৃদ্ধির দাবি জানাই।’
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় আট মাস রেল চলাচল বন্ধ ছিল। গত মাসে পুরোনো ট্রেনকে কমিউটার নাম দিয়ে তা আবার চালু করা হয়েছে। কিন্তু ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই ভাড়া বৃদ্ধিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করে রফিউর রাব্বী বলেন, দূরত্ব অনুযায়ী এই রুটের ভাড়া ১৫ টাকারও কম। অথচ এখানে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। মূলত নিম্ন, মধ্যবিত্ত চাকরিজীবী, ছাত্র ও সাধারণ মানুষ এই ট্রেনের যাত্রী। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ৫ টাকা বৃদ্ধি অনেক বেশি।
সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা জুয়েল বলেন, ‘সারা দুনিয়ায় রেলকে আধুনিকায়ন করে যোগাযোগের প্রধানতম মাধ্যম হিসেবে গড়ে তুলছে। সেখান আমাদের মতো জনবহুল দেশে সরকারের অসাধু ব্যক্তিরা রেলকে অকার্যকর করে তোলার প্রক্রিয়ায় নিয়োজিত। আমরা এই রেলের সেবা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানাই।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপের জেলা সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক শহিদুল ইসলাম নান্নু ও সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ চলায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল আট মাস। এই সময়ে ওই পথে নিয়মিত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোনো ঘোষণা ছাড়াই পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে ১ আগস্ট থেকে আবার ট্রেন চালু করা হয়।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকার করার প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এক মানববন্ধন থেকে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমরা বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পুরোনো ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে পূর্বের ন্যায় ১৬ জোড়া ট্রেন চলাচল ও এর বগি বৃদ্ধির দাবি জানাই।’
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় আট মাস রেল চলাচল বন্ধ ছিল। গত মাসে পুরোনো ট্রেনকে কমিউটার নাম দিয়ে তা আবার চালু করা হয়েছে। কিন্তু ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই ভাড়া বৃদ্ধিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করে রফিউর রাব্বী বলেন, দূরত্ব অনুযায়ী এই রুটের ভাড়া ১৫ টাকারও কম। অথচ এখানে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। মূলত নিম্ন, মধ্যবিত্ত চাকরিজীবী, ছাত্র ও সাধারণ মানুষ এই ট্রেনের যাত্রী। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ৫ টাকা বৃদ্ধি অনেক বেশি।
সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা জুয়েল বলেন, ‘সারা দুনিয়ায় রেলকে আধুনিকায়ন করে যোগাযোগের প্রধানতম মাধ্যম হিসেবে গড়ে তুলছে। সেখান আমাদের মতো জনবহুল দেশে সরকারের অসাধু ব্যক্তিরা রেলকে অকার্যকর করে তোলার প্রক্রিয়ায় নিয়োজিত। আমরা এই রেলের সেবা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানাই।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপের জেলা সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক শহিদুল ইসলাম নান্নু ও সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ চলায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল আট মাস। এই সময়ে ওই পথে নিয়মিত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোনো ঘোষণা ছাড়াই পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে ১ আগস্ট থেকে আবার ট্রেন চালু করা হয়।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৬ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৭ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৮ ঘণ্টা আগে