শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় আবু হানিফা মৃধা (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পুরোনো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ফল ব্যবসায়ী আবু হানিফা মৃধা উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি বরমী বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকান পরিচালনা করতেন। তাৎক্ষণিক দুর্ঘটনায় আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকচাপায় আহত একজনের পা কেটে যায়।
নিহত আবু হানিফা মৃধার স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমার স্বামী সকালে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পুরোনো বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাকে চাপা দিলে আমার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম বলেন, ফল ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকচালককে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
পরিদর্শক আরও বলেন, নিহতের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় আবু হানিফা মৃধা (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পুরোনো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ফল ব্যবসায়ী আবু হানিফা মৃধা উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি বরমী বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকান পরিচালনা করতেন। তাৎক্ষণিক দুর্ঘটনায় আহত তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকচাপায় আহত একজনের পা কেটে যায়।
নিহত আবু হানিফা মৃধার স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমার স্বামী সকালে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পুরোনো বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাকে চাপা দিলে আমার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম বলেন, ফল ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকচালককে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
পরিদর্শক আরও বলেন, নিহতের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৭ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৮ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে