নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের চিকিৎসায় নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দেখভালের দায়িত্ব দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম। এ নিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলছেন, সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসা নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। গণমাধ্যমের সূত্র ধরে জানতে পেরেছি, আমাদের মন্ত্রণালয়ের সচিবের মায়ের চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ একনেক মিটিংয়ে আমি সচিব মহোদয়কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন, আমি কাউকে এ ধরনের কাজ করতে বলিনি। আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয়ের সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।’
তবে সচিবের মাকে দেখার জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কেউ কেউ হাসপাতালে যেতে পারেন বলে উল্লেখ করে মন্ত্রী রেজাউল করিম বলেন, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো কিছু করা হয়নি, কাউকে কোনো রূপ দায়িত্ব দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে যেসব চিঠি ইস্যু করা হয় সেখানে দাপ্তরিক তারিখ ও কর্মকর্তার সই থাকে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
চিঠি ইস্যু না করেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া যায় কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এ বিষয়ে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সচিব আমাকে জানিয়েছেন, কাউকে তাঁর অফিশিয়াল নিয়মের বাইরে গিয়ে তাঁর মাকে দেখভাল করা বা কোনো দায়িত্ব পালন করার জন্য তিনি বলেননি। তিনি মৌখিকভাবেও এ ধরনের কোনো নির্দেশনা দেননি।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের মা। তাঁকে দেখাশোনার জন্য দপ্তর থেকে অপ্রাতিষ্ঠানিক চিঠি ইস্যু করে এক উপসচিবসহ অন্তত ২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়। ওই নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে অবস্থানের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের চিকিৎসায় নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দেখভালের দায়িত্ব দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম। এ নিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলছেন, সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসা নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। গণমাধ্যমের সূত্র ধরে জানতে পেরেছি, আমাদের মন্ত্রণালয়ের সচিবের মায়ের চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ একনেক মিটিংয়ে আমি সচিব মহোদয়কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন, আমি কাউকে এ ধরনের কাজ করতে বলিনি। আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয়ের সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।’
তবে সচিবের মাকে দেখার জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কেউ কেউ হাসপাতালে যেতে পারেন বলে উল্লেখ করে মন্ত্রী রেজাউল করিম বলেন, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো কিছু করা হয়নি, কাউকে কোনো রূপ দায়িত্ব দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে যেসব চিঠি ইস্যু করা হয় সেখানে দাপ্তরিক তারিখ ও কর্মকর্তার সই থাকে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
চিঠি ইস্যু না করেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া যায় কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এ বিষয়ে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সচিব আমাকে জানিয়েছেন, কাউকে তাঁর অফিশিয়াল নিয়মের বাইরে গিয়ে তাঁর মাকে দেখভাল করা বা কোনো দায়িত্ব পালন করার জন্য তিনি বলেননি। তিনি মৌখিকভাবেও এ ধরনের কোনো নির্দেশনা দেননি।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের মা। তাঁকে দেখাশোনার জন্য দপ্তর থেকে অপ্রাতিষ্ঠানিক চিঠি ইস্যু করে এক উপসচিবসহ অন্তত ২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়। ওই নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে অবস্থানের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে