শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নির্জন রাস্তায় দুখু মিয়া নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার শিকার কিশোর দুখু মিয়া (১২) একজন অটো রিকশাচালক বলে জানা গেছে।
গতকাল রোববার রাত দশটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জৈনা বাজার টু গাজীপুর সড়কে ওই ঘটনা ঘটে।
হত্যার শিকার দুখু মিয়া সিলেটের সুনামগঞ্জ উপজেলার দোয়ারা বাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রাম ইঞ্জিনিয়ার সুলতানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালায়।
নিহতের বড় ভাই সজিব বলেন, ‘সারা দিন সে বাড়িতে ছিল। সন্ধ্যার পর অন্য একটি অটোরিকশা নিয়ে বের হয়। কি কারণে তাকে খুন করছে জানতে পারিনি।’
স্থানীয় অটোরিকশা চালক এনাম মিয়া বলেন, ‘এই ছেলেটি জৈনা বাজার এলাকায় বিভিন্ন সড়কে অটোরিকশা চালায়।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুমাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ছেলেটির পরিচয় শনাক্ত হয়েছে।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, ‘আমার বাড়ির পাশেই ঘটনা, সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিয়েছি। ছেলেটি অটোরিকশাচালক। সে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে থাকে।’
এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকালে ধস্তাধস্তির সময় অজ্ঞাত নামা খুনিরা তাকে গলা কেটে হত্যা করেছে।
ওসি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের পরিচয় শনাক্তের পর দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নির্জন রাস্তায় দুখু মিয়া নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার শিকার কিশোর দুখু মিয়া (১২) একজন অটো রিকশাচালক বলে জানা গেছে।
গতকাল রোববার রাত দশটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জৈনা বাজার টু গাজীপুর সড়কে ওই ঘটনা ঘটে।
হত্যার শিকার দুখু মিয়া সিলেটের সুনামগঞ্জ উপজেলার দোয়ারা বাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের মো. জাবেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রাম ইঞ্জিনিয়ার সুলতানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালায়।
নিহতের বড় ভাই সজিব বলেন, ‘সারা দিন সে বাড়িতে ছিল। সন্ধ্যার পর অন্য একটি অটোরিকশা নিয়ে বের হয়। কি কারণে তাকে খুন করছে জানতে পারিনি।’
স্থানীয় অটোরিকশা চালক এনাম মিয়া বলেন, ‘এই ছেলেটি জৈনা বাজার এলাকায় বিভিন্ন সড়কে অটোরিকশা চালায়।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুমাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ছেলেটির পরিচয় শনাক্ত হয়েছে।’
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর বলেন, ‘আমার বাড়ির পাশেই ঘটনা, সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিয়েছি। ছেলেটি অটোরিকশাচালক। সে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে থাকে।’
এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকালে ধস্তাধস্তির সময় অজ্ঞাত নামা খুনিরা তাকে গলা কেটে হত্যা করেছে।
ওসি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের পরিচয় শনাক্তের পর দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ এএসপি) এবং ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে
৪ মিনিট আগেসকালে সাপ্তাহিক মাশওয়ারা শেষে কাকরাইল মসজিদের সাথিদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েকশ মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাঁদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন।
১০ মিনিট আগেআমেরিকা প্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী।
২৫ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে