রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বাড়িতে একা পেয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী (৪১) নারীকে ধর্ষণের অভিযোগে সোলায়মান মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। গতকাল বিকেলে উপজেলায় হাইরমারা বীরকান্দি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক রাতুল হাসান। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলা হওয়ার পর সোলায়মান মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই।’
রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার সোলায়মান মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীর স্বজনেরা জানান, সোলাইমান ওই নারীর আত্মীয় হন। এই সুবাদে প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। গত ৩ থেকে ৭ সেপ্টেম্বর কোনো একদিন বাড়িতে ওই নারীকে একা পেয়ে কৌশলে ধর্ষণ করেন। গত ২৭ ডিসেম্বর অসুস্থ হলে স্বজনেরা ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করে গর্ভবতী হওয়ার কথা নিশ্চিত হন স্বজনেরা। পরে ওই নারীকে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিন মাস আগে সোলাইমান মিয়া ধর্ষণ করেছেন বলে তিনি স্বজনদের জানান।
ভুক্তভোগীর মামা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ওই নারী। সোলাইমান আত্মীয় হওয়ায় মাঝেমধ্যে তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তিন মাস আগে ফাঁকা বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন সোলাইমান।
গতকাল বুধবার থানায় মামলা করার পর সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
নরসিংদীর রায়পুরায় বাড়িতে একা পেয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী (৪১) নারীকে ধর্ষণের অভিযোগে সোলায়মান মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। গতকাল বিকেলে উপজেলায় হাইরমারা বীরকান্দি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক রাতুল হাসান। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলা হওয়ার পর সোলায়মান মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই।’
রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার সোলায়মান মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক।
পুলিশ ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীর স্বজনেরা জানান, সোলাইমান ওই নারীর আত্মীয় হন। এই সুবাদে প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। গত ৩ থেকে ৭ সেপ্টেম্বর কোনো একদিন বাড়িতে ওই নারীকে একা পেয়ে কৌশলে ধর্ষণ করেন। গত ২৭ ডিসেম্বর অসুস্থ হলে স্বজনেরা ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করে গর্ভবতী হওয়ার কথা নিশ্চিত হন স্বজনেরা। পরে ওই নারীকে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিন মাস আগে সোলাইমান মিয়া ধর্ষণ করেছেন বলে তিনি স্বজনদের জানান।
ভুক্তভোগীর মামা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ওই নারী। সোলাইমান আত্মীয় হওয়ায় মাঝেমধ্যে তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তিন মাস আগে ফাঁকা বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন সোলাইমান।
গতকাল বুধবার থানায় মামলা করার পর সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা
৩০ মিনিট আগেদেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
৩৩ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
৪৩ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
৪৪ মিনিট আগে