উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বিদেশে লোক পাঠানোর সংস্থা ‘অপশন ম্যানপাওয়ার ওভারসিজের’ মাধ্যমে সৌদি আরবের আভা শহরে গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে মারা যান মো. হানিফ (৩৪) নামের এক শ্রমিক। মৃত্যুর পাঁচ মাস পর মরদেহ দেশে ফিরেছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজ রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃত্যুর দীর্ঘ পাঁচ মাস পর এপিবিএন ও ব্র্যাকের সহযোগিতায় নিহত হানিফের মরদেহ রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিজি ৩৪০ ফ্লাইটে দেশে ফিরে আনা হয়। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সরকারি খরচে এটি করা হয়েছে। পরে সোমবার (৪ ডিসেম্বর) সকালে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। মো. হানিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবদুল মোতালেবের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা হানিফ অভাবের তাড়নায় ছোটবেলা থেকে নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) কাজ করে জীবিকা নির্বাহ করতেন। চলতি বছরের ১২ মার্চ রিক্রুটিং এজেন্সি ‘অপশন ম্যানপাওয়ার ওভারসিজ’ (আরএল ১৩৮৪) এর মাধ্যমে সৌদি আরবে গমন করেন তিনি। দেশটিতে যাওয়ার পর তাকে রাজমিস্ত্রি কাজ না দিয়ে আভা শহরে ভেড়া চরানোর চাকরি দেওয়া হয়। সেখানে যে মালিকের অধীনে তাঁকে চাকরি দেওয়া হয়েছিল ওই ব্যক্তি তাঁকে নানা ধরনের শারীরিক নির্যাতন করতেন। বিষয়টি রিক্রুটিং এজেন্সিকে জানানোর পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। সেখানে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ জুন রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন স্থানীয় সময় বিকেল ৩টায় হানিফ মারা যান।
পুলিশ সুপার জিয়াউল বলেন, ‘মৃত্যুর পর সেখানে বসবাসকারী নিকটাত্মীয়রা লাশ দেশে আনার বিষয়ে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে। ফলে লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ ঘটনায় গত ৩ জুলাই একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সূত্রধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ব্র্যাক ও এপিবিএন। সেই সঙ্গে হানিফের মরদেহ সরকারি খরচে দেশে আনার বিষয়ে আশ্বস্ত করা হয় পরিবারকে।’
জিয়াউল হক বলেন, ‘এয়ারপোর্ট এপিবিএন এ বিষয়ে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বারবার যোগাযোগ করলে গতকাল (রোববার) অবশেষে তাঁর মৃতদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফেরত আসে। পরে আজ (সোমবার) সকালে ভিকটিম হানিফের স্ত্রী আফিয়া খাতুন এবং তার ভাই বিমানবন্দরে তার লাশ গ্রহণ করেন।’
বিদেশে লোক পাঠানোর সংস্থা ‘অপশন ম্যানপাওয়ার ওভারসিজের’ মাধ্যমে সৌদি আরবের আভা শহরে গিয়ে প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে মারা যান মো. হানিফ (৩৪) নামের এক শ্রমিক। মৃত্যুর পাঁচ মাস পর মরদেহ দেশে ফিরেছে। আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে তাঁর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজ রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৃত্যুর দীর্ঘ পাঁচ মাস পর এপিবিএন ও ব্র্যাকের সহযোগিতায় নিহত হানিফের মরদেহ রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিজি ৩৪০ ফ্লাইটে দেশে ফিরে আনা হয়। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সরকারি খরচে এটি করা হয়েছে। পরে সোমবার (৪ ডিসেম্বর) সকালে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। মো. হানিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আবদুল মোতালেবের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা হানিফ অভাবের তাড়নায় ছোটবেলা থেকে নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) কাজ করে জীবিকা নির্বাহ করতেন। চলতি বছরের ১২ মার্চ রিক্রুটিং এজেন্সি ‘অপশন ম্যানপাওয়ার ওভারসিজ’ (আরএল ১৩৮৪) এর মাধ্যমে সৌদি আরবে গমন করেন তিনি। দেশটিতে যাওয়ার পর তাকে রাজমিস্ত্রি কাজ না দিয়ে আভা শহরে ভেড়া চরানোর চাকরি দেওয়া হয়। সেখানে যে মালিকের অধীনে তাঁকে চাকরি দেওয়া হয়েছিল ওই ব্যক্তি তাঁকে নানা ধরনের শারীরিক নির্যাতন করতেন। বিষয়টি রিক্রুটিং এজেন্সিকে জানানোর পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। সেখানে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ জুন রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন স্থানীয় সময় বিকেল ৩টায় হানিফ মারা যান।
পুলিশ সুপার জিয়াউল বলেন, ‘মৃত্যুর পর সেখানে বসবাসকারী নিকটাত্মীয়রা লাশ দেশে আনার বিষয়ে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে। ফলে লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ ঘটনায় গত ৩ জুলাই একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সূত্রধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ব্র্যাক ও এপিবিএন। সেই সঙ্গে হানিফের মরদেহ সরকারি খরচে দেশে আনার বিষয়ে আশ্বস্ত করা হয় পরিবারকে।’
জিয়াউল হক বলেন, ‘এয়ারপোর্ট এপিবিএন এ বিষয়ে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বারবার যোগাযোগ করলে গতকাল (রোববার) অবশেষে তাঁর মৃতদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফেরত আসে। পরে আজ (সোমবার) সকালে ভিকটিম হানিফের স্ত্রী আফিয়া খাতুন এবং তার ভাই বিমানবন্দরে তার লাশ গ্রহণ করেন।’
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
১১ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
২৪ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগে