নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।
রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।
পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
৪ মিনিট আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
৬ মিনিট আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
৮ মিনিট আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
২০ মিনিট আগে