শাহজালাল বিমানবন্দরে প্রায় ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১  

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার ৭২৬ পিস ইয়াবাসহ আব্দুস সোবহান নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে সিভিলি অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করেন অ্যাভসেক স্ক্যানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, ৫ নম্বর হেভি লাগেজ গেটে আব্দুস সোবহানের লাগেজ স্ক্যানিং করে ইয়াবাজাতীয় বস্তু শনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর লাগেজ অ্যাভসেক কন্ট্রোল রুমে নিয়ে তল্লাশি করা হয়। তখন লাগেজের ভেতরে থাকা নীল রঙের ব্যাগ থেকে ৮ হাজার ৭২৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পরে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রুপ ক্যাপ্টেন আরও বলেন, গ্রেপ্তার হওয়া ওই যাত্রী বাহরাইনের ট্রানজিট ফ্লাইট জিএফ ২৪৯-এ সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত