মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে-ই আমাদের এমপি হবে।’ টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এ কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তাঁর অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ, আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কি না?’
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্যের দায় শুধু তাঁকেই বহন করতে হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে-ই আমাদের এমপি হবে।’ টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এ কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তাঁর অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ, আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কি না?’
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্যের দায় শুধু তাঁকেই বহন করতে হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৫ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২৪ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে