নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নামের আগে ডাক্তার উপাধি লেখার ব্যবস্থা রাখাসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ। এ সময় তারা হোমিওপ্যাথি চিকিৎসার মান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় উচ্চতর গবেষণার জন্য হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানিয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনটি।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের যুগ্ম মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম খান জানান, হোমিওপ্যাথি চিকিৎসকের নামের আগে ডাক্তার উপাধি লেখার ব্যবস্থা রাখা, হোমিওপ্যাথি চিকিৎসা আইন, ২০২১ অতি শিগগির পাস করা, জাতীয় রাজস্ব বাজেটের ২৫ শতাংশ হোমিওপ্যাথি চিকিৎসা উন্নয়নের বরাদ্দ দেওয়া, হোমিওপ্যাথি কাউন্সিল গঠন করা, আমদানি করা ওষুধ ও কাঁচামালের ওপর ভ্যাট-ট্যাক্স বাতিল করতে হবে।
ডা. মো. নজরুল ইসলাম খান আরও জানান, ডিএইচএমএস কোর্সের মান নির্ধারণ ও উন্নত শিক্ষার ব্যবস্থা করা, ডিএইচএমএস ও বিএইচএমএস চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, প্রতিটি বিভাগে সরকারিভাবে হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করাসহ স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ প্রদান করতে হবে।
আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড গঠন করেন এবং এই খাতে আর্থিক বরাদ্দ প্রদান করেন। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নের পথে বেশ কিছু সমস্যা বাধা হয়ে আছে। এসব সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আসছে। এসব দাবি বাস্তবায়িত হলে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়ন হবে। স্বল্পমূল্যে মানুষ সুচিকিৎসা পাবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হবে।
ডা. মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডা. শেখ ফারুখ এলাহী, ডা. এ কে এম শহীদ উল্লাহ্, ডা. রফিকুল ইসলাম ভূঁইয়া, ডা. মো. তাজুল ইসলাম প্রমুখ।
নামের আগে ডাক্তার উপাধি লেখার ব্যবস্থা রাখাসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ। এ সময় তারা হোমিওপ্যাথি চিকিৎসার মান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন এবং হোমিওপ্যাথি চিকিৎসায় উচ্চতর গবেষণার জন্য হোমিওপ্যাথি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানিয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনটি।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের যুগ্ম মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম খান জানান, হোমিওপ্যাথি চিকিৎসকের নামের আগে ডাক্তার উপাধি লেখার ব্যবস্থা রাখা, হোমিওপ্যাথি চিকিৎসা আইন, ২০২১ অতি শিগগির পাস করা, জাতীয় রাজস্ব বাজেটের ২৫ শতাংশ হোমিওপ্যাথি চিকিৎসা উন্নয়নের বরাদ্দ দেওয়া, হোমিওপ্যাথি কাউন্সিল গঠন করা, আমদানি করা ওষুধ ও কাঁচামালের ওপর ভ্যাট-ট্যাক্স বাতিল করতে হবে।
ডা. মো. নজরুল ইসলাম খান আরও জানান, ডিএইচএমএস কোর্সের মান নির্ধারণ ও উন্নত শিক্ষার ব্যবস্থা করা, ডিএইচএমএস ও বিএইচএমএস চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, প্রতিটি বিভাগে সরকারিভাবে হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করাসহ স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ প্রদান করতে হবে।
আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড গঠন করেন এবং এই খাতে আর্থিক বরাদ্দ প্রদান করেন। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নের পথে বেশ কিছু সমস্যা বাধা হয়ে আছে। এসব সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আসছে। এসব দাবি বাস্তবায়িত হলে হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়ন হবে। স্বল্পমূল্যে মানুষ সুচিকিৎসা পাবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হবে।
ডা. মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডা. শেখ ফারুখ এলাহী, ডা. এ কে এম শহীদ উল্লাহ্, ডা. রফিকুল ইসলাম ভূঁইয়া, ডা. মো. তাজুল ইসলাম প্রমুখ।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৮ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৮ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে