মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। পুলিশ বাদী হয়ে এ বিষয়ে আজ শনিবার মামলা করেছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদি এলাকার কিশোর বয়সী দুই চাচাতো ভাই শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসে। এ সময় শহরের ডিসিব্রিজ এলাকার আরেক কিশোরের সঙ্গে ধাক্কা লাগে চাচাতো দুই ভাইয়ের একজনের। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলা জামে মসজিদের ভেতর নামাজরত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।
কয়েকজন মুসল্লি জানান, হঠাৎ বেশ কিছু ককটেল বিস্ফোরণের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার দোষীদের বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে। তাই দোষীদের বিচারের দাবি করেন তাঁরা।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতলের মেডিকেল অফিসার সিহাব চৌধুরী বলেন, ‘মারামারির ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।’
মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে তিনজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। পুলিশ বাদী হয়ে এ বিষয়ে আজ শনিবার মামলা করেছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য হাউসদি এলাকার কিশোর বয়সী দুই চাচাতো ভাই শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসে। এ সময় শহরের ডিসিব্রিজ এলাকার আরেক কিশোরের সঙ্গে ধাক্কা লাগে চাচাতো দুই ভাইয়ের একজনের। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করে। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলা জামে মসজিদের ভেতর নামাজরত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।
কয়েকজন মুসল্লি জানান, হঠাৎ বেশ কিছু ককটেল বিস্ফোরণের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার দোষীদের বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে। তাই দোষীদের বিচারের দাবি করেন তাঁরা।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতলের মেডিকেল অফিসার সিহাব চৌধুরী বলেন, ‘মারামারির ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।’
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২৫ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
৩০ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
৪৪ মিনিট আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
১ ঘণ্টা আগে