রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
খরায় পানির সংকট আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রতিবছর মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের মালিকুঁড়ি বিলের প্রায় ৪ হাজার একর ফসলি জমি অনাবাদি থাকত। এই সমস্যা থেকে ফসলি জমি বাঁচাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খাল পুনর্খনন করে। এতে বিলপাড়ের ২০ হাজার কৃষক পরিবারের ভাগ্য এখন বদলে যাবে।
জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকার মালিকুঁড়ি বিলের ৯টি মৌজার প্রায় ৪ হাজার একর জমির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর-দোদরা খাল। প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের খালটি বিগত ৩০ বছরেও খনন না করায় সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যেত কৃষকের সোনালি ফসল। এতে কৃষকদের কাছে অভিশপ্ত হয়ে ওঠে দোদারা খাল। তাই মালিকুঁড়ি বিলের পানি নিষ্কাশনের জন্য তিন কিলোমিটারের লক্ষ্মীপুর-দোদারা খালটি পুনর্খনন ছিল বিলপাড়ের মানুষের প্রাণের দাবি।
কৃষকদের কথা বিবেচনা ও বৃহত্তর এই বিলের ফসল রক্ষার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের (চতুর্থ পর্যায়) আওতায় লক্ষ্মীপুর-দোদারা খালটি পুনর্খননের উদ্যোগ নেয়। এরই মধ্যে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে খালটির শতভাগ পুনর্খননের কাজ শেষ হয়েছে। এতে বদলে যেতে শুরু করেছে বিলপাড়ের প্রায় ২০ হাজার কৃষক পরিবারের ভাগ্য। একসময়ের অভিশপ্ত লক্ষ্মীপুর-দোদরা খালটি এখন কৃষকদের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে।
এ বিষয়ে কৃষক আতাহার বলেন, ‘এত দিন পানির জন্য আমাদের ফসল ভালো হতো না। এখন আমরা সব সময় পানি পাব, আমাদের ফসল ভালো হবে। এ জন্য আমরা সরকারের কাছে ঋণী।’
কৃষক মিন্টু শেখ বলেন, ‘আমাদের এখানে অনেক সময় পানির অভাবে জমিতে ফসল হয়নি। আবার বৃষ্টিবাদলের দিনে জলাবদ্ধতার জন্য ফসল নষ্ট হতো। এখন আর সেই সমস্যা হবে না।’
আনোয়ার হোসেন নামে অপর কৃষক বলেন, ‘এই এলাকায় আমার অনেক জমি আছে। তবে জমি থেকে তেমন ফসল পেতাম না। তাই ভেবেছিলাম জমি বিক্রি করে দেব। কিন্তু এখন আর বিক্রি করব না। এখন আল্লাহর রহমতে ভালো ফসল হবে। এই খাল খনন করায় আমরা অতি সহজেই পানি পাব।’
রাজৈর উপজেলার উপসহকারী প্রকৌশলী, বিএডিসি (ক্ষুদ্র সেচ) মো. রুহুল আমিন বলেন, খালটি পুনর্খনন করায় কৃষকেরা রবিশস্যের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে চাষাবাদ করতে পারবেন। এ ছাড়া আগে যেখানে এই বিলে একটি ফসল তোলা সম্ভব হতো না, সেখানে কৃষকেরা এখন তিনটি ফসল উৎপাদন করতে পারবেন।
মাদারীপুর জোন সহকারী প্রকৌশলী, বিএডিসি (ক্ষুদ্র সেচ) মো. নাসিম আহমেদ বলেন, খালটি পুনর্খননে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে প্রায় ২০ হাজার কৃষকের ফসল রক্ষা পাবে। তা ছাড়া খালে ধারণকৃত পানি শুকনো মৌসুমে সেচকাজে ব্যবহার করা সম্ভব। এতে প্রায় ৪ হাজার একর জমি তিন ফসলিতে রূপান্তর হবে।
এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য, মাদারীপুর-২ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নদীনালা খনন করা হচ্ছে। এতে কৃষি খাত আরও এগিয়ে যাবে। কৃষকদের ফসল উৎপাদনের গতি আরও বাড়বে। তাই সরকার খাল খননের প্রতি ব্যাপক জোর দিচ্ছে।
শাজাহান খান আরও বলেন, ‘আমি মন্ত্রী থাকাকালীন অনেক কাজ করেছি। বর্তমানে কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে কৃষি খাত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’
খরায় পানির সংকট আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে প্রতিবছর মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের মালিকুঁড়ি বিলের প্রায় ৪ হাজার একর ফসলি জমি অনাবাদি থাকত। এই সমস্যা থেকে ফসলি জমি বাঁচাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খাল পুনর্খনন করে। এতে বিলপাড়ের ২০ হাজার কৃষক পরিবারের ভাগ্য এখন বদলে যাবে।
জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকার মালিকুঁড়ি বিলের ৯টি মৌজার প্রায় ৪ হাজার একর জমির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর-দোদরা খাল। প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের খালটি বিগত ৩০ বছরেও খনন না করায় সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যেত কৃষকের সোনালি ফসল। এতে কৃষকদের কাছে অভিশপ্ত হয়ে ওঠে দোদারা খাল। তাই মালিকুঁড়ি বিলের পানি নিষ্কাশনের জন্য তিন কিলোমিটারের লক্ষ্মীপুর-দোদারা খালটি পুনর্খনন ছিল বিলপাড়ের মানুষের প্রাণের দাবি।
কৃষকদের কথা বিবেচনা ও বৃহত্তর এই বিলের ফসল রক্ষার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের (চতুর্থ পর্যায়) আওতায় লক্ষ্মীপুর-দোদারা খালটি পুনর্খননের উদ্যোগ নেয়। এরই মধ্যে প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে খালটির শতভাগ পুনর্খননের কাজ শেষ হয়েছে। এতে বদলে যেতে শুরু করেছে বিলপাড়ের প্রায় ২০ হাজার কৃষক পরিবারের ভাগ্য। একসময়ের অভিশপ্ত লক্ষ্মীপুর-দোদরা খালটি এখন কৃষকদের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে।
এ বিষয়ে কৃষক আতাহার বলেন, ‘এত দিন পানির জন্য আমাদের ফসল ভালো হতো না। এখন আমরা সব সময় পানি পাব, আমাদের ফসল ভালো হবে। এ জন্য আমরা সরকারের কাছে ঋণী।’
কৃষক মিন্টু শেখ বলেন, ‘আমাদের এখানে অনেক সময় পানির অভাবে জমিতে ফসল হয়নি। আবার বৃষ্টিবাদলের দিনে জলাবদ্ধতার জন্য ফসল নষ্ট হতো। এখন আর সেই সমস্যা হবে না।’
আনোয়ার হোসেন নামে অপর কৃষক বলেন, ‘এই এলাকায় আমার অনেক জমি আছে। তবে জমি থেকে তেমন ফসল পেতাম না। তাই ভেবেছিলাম জমি বিক্রি করে দেব। কিন্তু এখন আর বিক্রি করব না। এখন আল্লাহর রহমতে ভালো ফসল হবে। এই খাল খনন করায় আমরা অতি সহজেই পানি পাব।’
রাজৈর উপজেলার উপসহকারী প্রকৌশলী, বিএডিসি (ক্ষুদ্র সেচ) মো. রুহুল আমিন বলেন, খালটি পুনর্খনন করায় কৃষকেরা রবিশস্যের পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে চাষাবাদ করতে পারবেন। এ ছাড়া আগে যেখানে এই বিলে একটি ফসল তোলা সম্ভব হতো না, সেখানে কৃষকেরা এখন তিনটি ফসল উৎপাদন করতে পারবেন।
মাদারীপুর জোন সহকারী প্রকৌশলী, বিএডিসি (ক্ষুদ্র সেচ) মো. নাসিম আহমেদ বলেন, খালটি পুনর্খননে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে প্রায় ২০ হাজার কৃষকের ফসল রক্ষা পাবে। তা ছাড়া খালে ধারণকৃত পানি শুকনো মৌসুমে সেচকাজে ব্যবহার করা সম্ভব। এতে প্রায় ৪ হাজার একর জমি তিন ফসলিতে রূপান্তর হবে।
এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য, মাদারীপুর-২ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নদীনালা খনন করা হচ্ছে। এতে কৃষি খাত আরও এগিয়ে যাবে। কৃষকদের ফসল উৎপাদনের গতি আরও বাড়বে। তাই সরকার খাল খননের প্রতি ব্যাপক জোর দিচ্ছে।
শাজাহান খান আরও বলেন, ‘আমি মন্ত্রী থাকাকালীন অনেক কাজ করেছি। বর্তমানে কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে কৃষি খাত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৩ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৪ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৪ ঘণ্টা আগে