পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক ইউপি সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিযোগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।
মো. তালাত মাহমুদ শাহিন সরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহলাডাঙ্গা গ্রামের বিশ্বাসপাড়া গ্রামের মো. মকিম বিশ্বাসের ছেলে। গুলিবিদ্ধ শাহিন সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক মোরগ।
গুলিবিদ্ধ শাহিন বলেন, আমার নিজ বাড়িতে নির্বাচনী ঘরোয়া মিটিং শেষ করে আমার চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার সময় আমাদের বাড়ির সংলগ্ন মসজিদ পর্যন্ত যাই। এমন সময় আমাকে এবং আমার চাচাকে ৮ থেকে ১০ জন ঘিরে ধরে এবং বহলাডাঙ্গা গ্রামের মোস্তজার ছেলে রাসেল আমার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এমন সময় আমি পালানোর জন্য দৌড় দিলে আমার চোখের কোনা ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ফরিদ বন্দুক নিয়ে আমার ভাতিজাকে গুলি করে। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। আমার ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর ফাঁকা আরও দুটি গুলি করে চলে যায়। পরে আমার ভাতিজাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠাই।
ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর মেম্বার প্রার্থীর মধ্য দ্বন্দ্ব থাকতে পারে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক ইউপি সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইউপি সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিযোগ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।
মো. তালাত মাহমুদ শাহিন সরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহলাডাঙ্গা গ্রামের বিশ্বাসপাড়া গ্রামের মো. মকিম বিশ্বাসের ছেলে। গুলিবিদ্ধ শাহিন সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতীক মোরগ।
গুলিবিদ্ধ শাহিন বলেন, আমার নিজ বাড়িতে নির্বাচনী ঘরোয়া মিটিং শেষ করে আমার চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার সময় আমাদের বাড়ির সংলগ্ন মসজিদ পর্যন্ত যাই। এমন সময় আমাকে এবং আমার চাচাকে ৮ থেকে ১০ জন ঘিরে ধরে এবং বহলাডাঙ্গা গ্রামের মোস্তজার ছেলে রাসেল আমার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এমন সময় আমি পালানোর জন্য দৌড় দিলে আমার চোখের কোনা ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ফরিদ বন্দুক নিয়ে আমার ভাতিজাকে গুলি করে। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। আমার ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর ফাঁকা আরও দুটি গুলি করে চলে যায়। পরে আমার ভাতিজাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠাই।
ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর মেম্বার প্রার্থীর মধ্য দ্বন্দ্ব থাকতে পারে।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে