নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করে একাদশ জাতীয় সংসদে শরীয়তপুর থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ায় পারভীন হক সিকদারের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদকে করা এই সংক্রান্ত অভিযোগ আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া তথ্য গোপন করে রাষ্ট্রের সঙ্গে প্রতারণাকে কেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে ওই এলাকার ভোটার আসিফ সরকার দুদকে আবেদন করেন। এতে ফল না পেয়ে তিনি গত ১৫ ফেব্রুয়ারি রিট করেন।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবী সাঈদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পারভীন হক সিকদার যুক্তরাষ্ট্রের নাগরিকের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে থাকেন। অযোগ্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সম্মানি, শুল্কমুক্ত গাড়িসহ নানা সুযোগ–সুবিধা ভোগ করেন। এটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রিট আবেদনকারী বিভিন্ন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও দুদকে আবেন করেন। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করে একাদশ জাতীয় সংসদে শরীয়তপুর থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হয়ে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ায় পারভীন হক সিকদারের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদকে করা এই সংক্রান্ত অভিযোগ আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া তথ্য গোপন করে রাষ্ট্রের সঙ্গে প্রতারণাকে কেন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে ওই এলাকার ভোটার আসিফ সরকার দুদকে আবেদন করেন। এতে ফল না পেয়ে তিনি গত ১৫ ফেব্রুয়ারি রিট করেন।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
আইনজীবী সাঈদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পারভীন হক সিকদার যুক্তরাষ্ট্রের নাগরিকের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে থাকেন। অযোগ্য হওয়া সত্ত্বেও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে সম্মানি, শুল্কমুক্ত গাড়িসহ নানা সুযোগ–সুবিধা ভোগ করেন। এটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে রিট আবেদনকারী বিভিন্ন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও দুদকে আবেন করেন। সেখানে সাড়া না পেয়ে রিট করা হয়।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২ ঘণ্টা আগে