নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলার আসামি তাঁর স্বামী শাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চুন্নু মিয়া তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদেরকে মামলার ঘটনা, শিমুকে হত্যার মূল কারণ, কীভাবে, কোথায় হত্যা করা হয়েছে এবং হত্যার পর লাশ গায়েব করার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ ছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি-না, তাও খুঁজে বের করার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
গতকাল সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে আজ মঙ্গলবার কেরানীগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার সংবাদ সম্মেলনে জানান, শিমুর স্বামী নোবেল পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে শিমুকে হত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলার আসামি তাঁর স্বামী শাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নোবেল ও ফরহাদকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চুন্নু মিয়া তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদেরকে মামলার ঘটনা, শিমুকে হত্যার মূল কারণ, কীভাবে, কোথায় হত্যা করা হয়েছে এবং হত্যার পর লাশ গায়েব করার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ ছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি-না, তাও খুঁজে বের করার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
গতকাল সোমবার সকাল ১০টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বাদী হয়ে আজ মঙ্গলবার কেরানীগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার সংবাদ সম্মেলনে জানান, শিমুর স্বামী নোবেল পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে শিমুকে হত্যা করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
১ ঘণ্টা আগে