শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার দেড় হাজার শ্রমিক। এতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে সড়কের দুপাশে দীর্ঘ যানজট।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের ডার্ড কম্পোজিট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
কারখানার শ্রমিক পারুল আক্তার বলেন, ‘আমার দুই মাসের বেতন বকেয়া। দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। বেতন না পাওয়ায় খেয়ে-না খেয়ে যাচ্ছে আমার পরিবারের সদস্যদের সময়। বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে বাড়ির মালিক। অন্যদিকে দোকান বাকি বন্ধ করেছে মুদি দোকানি।’
একই কারখানার শ্রমিক লাইলী আক্তার বলেন, তিন মাস ধরে বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। কম করে হলেও ১০ বার তারিখ দিয়েছে, কিন্তু বেতন দিচ্ছে না। তিন মাস বেতন না পেলে কী করে চলে সংসার?’
কারখানার শ্রমিক রিফাত বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উপায় না পেয়ে রাস্তায় এসেছি। একটা ফয়সালা করে কাজে ফিরব, না হয় বাড়ি ফিরব।’
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, বেলা ১১টার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এখনো অবরোধ চলছে। আড়াই ঘণ্টায় সড়কের কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরে আপনাকে বিস্তারিত জানাব। খুবই ব্যস্ত আছি।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা শোনার পরপরই কারখানায় ছুটে যাই। এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার দেড় হাজার শ্রমিক। এতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে সড়কের দুপাশে দীর্ঘ যানজট।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের ডার্ড কম্পোজিট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
কারখানার শ্রমিক পারুল আক্তার বলেন, ‘আমার দুই মাসের বেতন বকেয়া। দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। বেতন না পাওয়ায় খেয়ে-না খেয়ে যাচ্ছে আমার পরিবারের সদস্যদের সময়। বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে বাড়ির মালিক। অন্যদিকে দোকান বাকি বন্ধ করেছে মুদি দোকানি।’
একই কারখানার শ্রমিক লাইলী আক্তার বলেন, তিন মাস ধরে বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। কম করে হলেও ১০ বার তারিখ দিয়েছে, কিন্তু বেতন দিচ্ছে না। তিন মাস বেতন না পেলে কী করে চলে সংসার?’
কারখানার শ্রমিক রিফাত বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উপায় না পেয়ে রাস্তায় এসেছি। একটা ফয়সালা করে কাজে ফিরব, না হয় বাড়ি ফিরব।’
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, বেলা ১১টার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এখনো অবরোধ চলছে। আড়াই ঘণ্টায় সড়কের কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরে আপনাকে বিস্তারিত জানাব। খুবই ব্যস্ত আছি।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা শোনার পরপরই কারখানায় ছুটে যাই। এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে।’
টঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় নির্বাহী অফিসের সহকারী কাম কম্পিউটার নাজমুল আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকা অর্জনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেমার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া (৫৪)। পরিবার থাকে রাজধানীর বাড্ডা এলাকায়। সাপ্তাহিক ছুটি কাটাতে প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নোয়াখালী
২ ঘণ্টা আগে