কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দেখা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে। পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মূলত স্থানীয় এক আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ভোটকেন্দ্রের বাইরে থেকে ১০ থেকে ১২ জনকে এনে লাইনে দাঁড় করালে তাঁদের সঙ্গে দশম শ্রেণির ওই শিক্ষার্থীও চলে আসে লাইনে।
কিশোরগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন পুলিশের সাবেক কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। ইগল প্রতীকে স্বতন্ত্রভাবে লড়াই করছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে জয় পাওয়া সোহরাব উদ্দিন। ট্রাক প্রতীকে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (আব) আখতারুজ্জামান রঞ্জন। তাঁকে সমর্থন করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। মেজর রঞ্জনের ভূমিকার কারণে এই আসন নিয়ে সারা দেশের মানুষের কৌতূহল থাকলেও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি।
এই চিত্রই যেন দেখা গেল পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয়ে। সকাল ১০টায় এই কেন্দ্রে একজন ভোটারের উপস্থিতিও দেখা যায়নি। সাংবাদিকদের দেখে এগিয়ে এলেন প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ। এলেন নৌকার এজেন্ট দেওয়ান আলী হোসেন। এই প্রতিবেদককে ফাঁকা ভোটকেন্দ্রের ছবি না নেওয়ারও অনুরোধ করেন তিনি। হোসেন বলেন, ফাঁকা কেন্দ্রের ছবি তোলাটা তাদের মান-ইজ্জতের প্রশ্ন। পরে ভোটকেন্দ্রের বাইরে থেকে দশ-বারোজনকে ধরে এনে লাইনে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। এদের মধ্যে দেখা যায় ১৫ বছর বয়সী এক কিশোরকে। দশম শ্রেণির শিক্ষার্থী সে।
লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বুথ সংখ্যা ৭। ভোটার ৩২৬। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৮টি। স্থানীয় একজন জানান, সকাল থেকে কোনো ভোটার ভোট দিতে আসেননি। নাম প্রকাশ না করার শর্তে এক পোলিং কর্মকর্তা বলেন, ‘যে কয়টা ভোট পড়েছে, এগুলো আওয়ামী লীগের এজেন্টরাই দিয়ে দিয়েছেন।’
তবে সকাল পৌনে ৯টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নে চকদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দেখা যায় ভিন্ন চিত্র। কেন্দ্রটিতে কিছু ভোটারের উপস্থিতি দেখা গেছে। এই কেন্দ্রের পাশেই স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দীনের বাড়ি। সকাল পৌনে ৯টার দিকে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো বলে মন্তব্য করেন সোহরাব। তিনি বলেন, ‘বেশ ভালো পরিবেশ। মানুষ ভোট দিতে আসছে। কোনো সমস্যা দেখছি না। শেষ পর্যন্ত পরিবেশ ঠিক থাকলে আমিই জয় পাব।’
কেন্দ্রটিতে কত ভোট পড়েছে সে তথ্য দিতে পারেননি প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘কিছু ভোটার এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি আরও ভোট পড়বে।’ এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৭৭৩ জন।
সাড়ে ১০টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহীদ আলাউদ্দীন উচ্চবিদ্যালয়ে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। তবে কেন্দ্রের মাঠে নৌকার লোকজনের সঙ্গে ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। কেন্দ্রটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুটি কেন্দ্র রয়েছে।
এদিকে, বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রে এসে ভোটকেন্দ্র ফাঁকা দেখা গেছে। প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ বলেন, ‘কেন্দ্রের বাইরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ জড়ো হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোট নিতে কোনো সমস্যা হয়নি।’ পৌনে ১২টার দিকে বিজিবির একটি দলকে কেন্দ্র পাহারা দিতে দেখা যায়।
অন্যদিকে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের কিশোরগঞ্জ পৌর এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই থেকে তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘পটকা ফোটার আওয়াজ হয়েছে। ককটেলের নয়।’
এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। মূলত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাই ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে।’
কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) পাকুন্দিয়ার একটি কেন্দ্রে ভোটের লাইনে দেখা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে। পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মূলত স্থানীয় এক আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ভোটকেন্দ্রের বাইরে থেকে ১০ থেকে ১২ জনকে এনে লাইনে দাঁড় করালে তাঁদের সঙ্গে দশম শ্রেণির ওই শিক্ষার্থীও চলে আসে লাইনে।
কিশোরগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন পুলিশের সাবেক কর্মকর্তা আবদুল কাহার আকন্দ। ইগল প্রতীকে স্বতন্ত্রভাবে লড়াই করছেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা নিয়ে জয় পাওয়া সোহরাব উদ্দিন। ট্রাক প্রতীকে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (আব) আখতারুজ্জামান রঞ্জন। তাঁকে সমর্থন করেছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। মেজর রঞ্জনের ভূমিকার কারণে এই আসন নিয়ে সারা দেশের মানুষের কৌতূহল থাকলেও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি।
এই চিত্রই যেন দেখা গেল পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিয়া উচ্চবিদ্যালয়ে। সকাল ১০টায় এই কেন্দ্রে একজন ভোটারের উপস্থিতিও দেখা যায়নি। সাংবাদিকদের দেখে এগিয়ে এলেন প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ। এলেন নৌকার এজেন্ট দেওয়ান আলী হোসেন। এই প্রতিবেদককে ফাঁকা ভোটকেন্দ্রের ছবি না নেওয়ারও অনুরোধ করেন তিনি। হোসেন বলেন, ফাঁকা কেন্দ্রের ছবি তোলাটা তাদের মান-ইজ্জতের প্রশ্ন। পরে ভোটকেন্দ্রের বাইরে থেকে দশ-বারোজনকে ধরে এনে লাইনে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। এদের মধ্যে দেখা যায় ১৫ বছর বয়সী এক কিশোরকে। দশম শ্রেণির শিক্ষার্থী সে।
লক্ষিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বুথ সংখ্যা ৭। ভোটার ৩২৬। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৮টি। স্থানীয় একজন জানান, সকাল থেকে কোনো ভোটার ভোট দিতে আসেননি। নাম প্রকাশ না করার শর্তে এক পোলিং কর্মকর্তা বলেন, ‘যে কয়টা ভোট পড়েছে, এগুলো আওয়ামী লীগের এজেন্টরাই দিয়ে দিয়েছেন।’
তবে সকাল পৌনে ৯টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নে চকদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দেখা যায় ভিন্ন চিত্র। কেন্দ্রটিতে কিছু ভোটারের উপস্থিতি দেখা গেছে। এই কেন্দ্রের পাশেই স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দীনের বাড়ি। সকাল পৌনে ৯টার দিকে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো বলে মন্তব্য করেন সোহরাব। তিনি বলেন, ‘বেশ ভালো পরিবেশ। মানুষ ভোট দিতে আসছে। কোনো সমস্যা দেখছি না। শেষ পর্যন্ত পরিবেশ ঠিক থাকলে আমিই জয় পাব।’
কেন্দ্রটিতে কত ভোট পড়েছে সে তথ্য দিতে পারেননি প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘কিছু ভোটার এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি আরও ভোট পড়বে।’ এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৭৭৩ জন।
সাড়ে ১০টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহীদ আলাউদ্দীন উচ্চবিদ্যালয়ে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। তবে কেন্দ্রের মাঠে নৌকার লোকজনের সঙ্গে ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। কেন্দ্রটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুটি কেন্দ্র রয়েছে।
এদিকে, বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দ্রে এসে ভোটকেন্দ্র ফাঁকা দেখা গেছে। প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ বলেন, ‘কেন্দ্রের বাইরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ জড়ো হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোট নিতে কোনো সমস্যা হয়নি।’ পৌনে ১২টার দিকে বিজিবির একটি দলকে কেন্দ্র পাহারা দিতে দেখা যায়।
অন্যদিকে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের কিশোরগঞ্জ পৌর এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই থেকে তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘পটকা ফোটার আওয়াজ হয়েছে। ককটেলের নয়।’
এ ছাড়া সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। মূলত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। তাই ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে।’
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
১৯ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
৪০ মিনিট আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
৪২ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে