ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
২ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৩ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৩ ঘণ্টা আগে