সাভার (ঢাকা) প্রতিনিধি
মজুরি বৃদ্ধির দাবিতে টানা চার দিন ধরে চলা আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষ পরিস্থিতি আজ অনেকটাই ছিল নিরুত্তাপ। তবে এর মধ্যেও দুটি কারখানায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। প্রাথমিকভাবে জানা গেছে, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার বেশির ভাগ কারখানাই ছুটি থাকলেও শনিবার আবারও বিক্ষোভের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করার চেষ্টা করলেও পুলিশি বাধার মুখে তারা সড়ক অবরোধ করতে পারেনি। তবে দুটি কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় ছুটি চলছে। আশুলিয়ার জামগড়া ও কাঠগড়া এলাকার ৬টি কারখানার শ্রমিকেরা সকালে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভের চেষ্টা করেছিল। পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আজ ৫০টি কারখানায় ছুটি ছিল। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এমনিতেই সব কারখানা ছুটি থাকবে। আমরা আশা করছি শনিবার থেকে সব কারখানা পুরো দমে কাজ শুরু করতে পারবে।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর বারী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ধউর বেড়িবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুপাশের সকল কারখানা বন্ধ ছিল। তবে মূল সড়ক থেকে ভেতরের দিকের কারখানাগুলো চালু ছিল। এখানকার পরিবেশ আজ শান্ত ছিল। তবে কাঠগড়া এলাকায় ২টি কারখানায় ভাঙচুর হয়েছে। আগামীকাল শুক্রবার ছুটির দিন বেশির ভাগ কারখানাই বন্ধ থাকবে, দুই-একটা কারখানা খোলাও থাকতে পারে। তবে শনিবার আমরা আশঙ্কা করছি, খারাপ কিছু হলেও হতে পারে।’
মজুরি বৃদ্ধির দাবিতে টানা চার দিন ধরে চলা আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষ পরিস্থিতি আজ অনেকটাই ছিল নিরুত্তাপ। তবে এর মধ্যেও দুটি কারখানায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। প্রাথমিকভাবে জানা গেছে, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার বেশির ভাগ কারখানাই ছুটি থাকলেও শনিবার আবারও বিক্ষোভের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করার চেষ্টা করলেও পুলিশি বাধার মুখে তারা সড়ক অবরোধ করতে পারেনি। তবে দুটি কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার প্রায় ৫০টি কারখানায় ছুটি চলছে। আশুলিয়ার জামগড়া ও কাঠগড়া এলাকার ৬টি কারখানার শ্রমিকেরা সকালে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভের চেষ্টা করেছিল। পুলিশের অবস্থানের কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন বলেন, আজ ৫০টি কারখানায় ছুটি ছিল। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এমনিতেই সব কারখানা ছুটি থাকবে। আমরা আশা করছি শনিবার থেকে সব কারখানা পুরো দমে কাজ শুরু করতে পারবে।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুর বারী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ধউর বেড়িবাঁধ থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুপাশের সকল কারখানা বন্ধ ছিল। তবে মূল সড়ক থেকে ভেতরের দিকের কারখানাগুলো চালু ছিল। এখানকার পরিবেশ আজ শান্ত ছিল। তবে কাঠগড়া এলাকায় ২টি কারখানায় ভাঙচুর হয়েছে। আগামীকাল শুক্রবার ছুটির দিন বেশির ভাগ কারখানাই বন্ধ থাকবে, দুই-একটা কারখানা খোলাও থাকতে পারে। তবে শনিবার আমরা আশঙ্কা করছি, খারাপ কিছু হলেও হতে পারে।’
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
২৪ মিনিট আগেসংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির..
২৬ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি...
৩৮ মিনিট আগে