ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে রহস্যজনক কারণে আগুনে পুড়ে গেছে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। বাসগুলো আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় গ্রেপ্তার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন ছিল।
আজ শনিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকর্মীদের কাছে আগুনে বাসগুলো পুড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
এসপি আলিমুজ্জামান বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভায়। সেখানে ২২টি বাস রাখা ছিল। এর মধ্যে ১২টি বাসেই আগুন লাগে। দীর্ঘদিন বাস ফেলে রাখার কারণে দ্রুতই বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দাউ দাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রেখে দেওয়া গাড়িগুলোতে রহস্যজনকভাবে একই সময়ে আগুন লাগে।
এ বিষয়ে সাজ্জাত হোসেন বরকতের স্ত্রী সুরাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামীর মানি লন্ডারিং মামলায় আমাদের বাসসহ মোট ৫৫টি গাড়ি আদালতের নির্দেশে সিআইডি জব্দ করে। এর মধ্যে ১২টি বাস ফরিদপুরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে একটি শেডের নিচে রাখা ছিল। ১৫-২০ দিন আগে ভূমিদস্যু মিজানুর রহমান চৌধুরী আমাদের জব্দকৃত গাড়ি রাখার ২০ লাখ টাকার শেডটি দিনে দুপুরে বিক্রি করে দেয়। পরে সেখান থেকে গাড়িগুলো দূরে অনিরাপদ স্থানে সরিয়ে রাখে। এর পরই আগুনের ঘটনা ঘটেছে। এতে আমাদের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমরা আদালতের দ্বারস্থ হব।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফরিদপুরে সিআইডি ইন্সপেক্টর নাসির হোসেন জানান, ‘ঘটনাটি অবশ্যই সিআইডি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখবে। তবে যেহেতু মামলার তদন্ত আমরা ফরিদপুর সিআইডি করছি না, সে কারণে আমরা এ বিষয়ে কথা বলতে পারছি না।’
২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেলের গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক সাউথ লাইন পরিবহনের বাসগুলো জব্দ করে। এরপর থেকে বাসগুলো এখানেই রাখা ছিল।
ফরিদপুরে রহস্যজনক কারণে আগুনে পুড়ে গেছে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। বাসগুলো আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় গ্রেপ্তার হওয়া দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন ছিল।
আজ শনিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকর্মীদের কাছে আগুনে বাসগুলো পুড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।
এসপি আলিমুজ্জামান বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভায়। সেখানে ২২টি বাস রাখা ছিল। এর মধ্যে ১২টি বাসেই আগুন লাগে। দীর্ঘদিন বাস ফেলে রাখার কারণে দ্রুতই বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দাউ দাউ করে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। সারিবদ্ধভাবে খোলা জায়গায় রেখে দেওয়া গাড়িগুলোতে রহস্যজনকভাবে একই সময়ে আগুন লাগে।
এ বিষয়ে সাজ্জাত হোসেন বরকতের স্ত্রী সুরাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামীর মানি লন্ডারিং মামলায় আমাদের বাসসহ মোট ৫৫টি গাড়ি আদালতের নির্দেশে সিআইডি জব্দ করে। এর মধ্যে ১২টি বাস ফরিদপুরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে একটি শেডের নিচে রাখা ছিল। ১৫-২০ দিন আগে ভূমিদস্যু মিজানুর রহমান চৌধুরী আমাদের জব্দকৃত গাড়ি রাখার ২০ লাখ টাকার শেডটি দিনে দুপুরে বিক্রি করে দেয়। পরে সেখান থেকে গাড়িগুলো দূরে অনিরাপদ স্থানে সরিয়ে রাখে। এর পরই আগুনের ঘটনা ঘটেছে। এতে আমাদের কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমরা আদালতের দ্বারস্থ হব।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফরিদপুরে সিআইডি ইন্সপেক্টর নাসির হোসেন জানান, ‘ঘটনাটি অবশ্যই সিআইডি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখবে। তবে যেহেতু মামলার তদন্ত আমরা ফরিদপুর সিআইডি করছি না, সে কারণে আমরা এ বিষয়ে কথা বলতে পারছি না।’
২০২০ সালের ৭ জুন পুলিশের অভিযানে বরকত-রুবেলের গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক সাউথ লাইন পরিবহনের বাসগুলো জব্দ করে। এরপর থেকে বাসগুলো এখানেই রাখা ছিল।
ফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
২০ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৩০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১ ঘণ্টা আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে