নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।
আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল।
নরসিংদীর পলাশে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে মো. ইউসুফ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়। নিহত ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাঁও এলাকার বাসিন্দা।
আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), একই এলাকার প্রবাসফেরত মাহবুব মিয়া, মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) ও পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রাস্তা পার হতে চাইলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি রেল লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন আরও পাঁচজন। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে যায়। অন্যদিকে, রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা বলেন, দুই মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন মাহবুব। ছুটি শেষ হওয়ায় পুনরায় সিঙ্গাপুরের ফ্লাইট ধরার উদ্দেশ্যে স্বজনদের নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ওই প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন বিদেশগামী ছিলেন। তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ওই রেলক্রসিং অরক্ষিত ছিল।
মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা (মামলা নম্বর ২৫) করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।
৪ মিনিট আগেসাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (পিএ) আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে। একই মহাসড়কের অন্য অংশ অবরোধ করেছে ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা। ফলে এ সড়কে চলাচলকারী যাত্
১৭ মিনিট আগে১৩১ বছর আগে ১৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এখন এর সদস্যসংখ্যা ৮ হাজারের মতো। বেসরকারি ব্যাংকে রাখা সমিতির ফিক্সড ডিপোজিটের (এফডিআর) টাকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সদস্যরা।
২১ মিনিট আগে