নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। আজ সোমবার দুপুরে মারা যান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিবৃতিতে বলা হয়-‘সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিচারক, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে আমাদের পুরোগামী নেতা বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের এই নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।’
বিবৃতিতে আরও বলা হয় অবসর গ্রহণের পর থেকে আমৃত্যু বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ছিলেন নির্মূল কমিটির পুরোগামী নেতা। ২০১০ সালে ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি নির্মূল কমিটির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৭ সালে সপ্তম জাতীয় সম্মেলনে নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।’ ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ এবং’ ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে নির্মূল কমিটির সভা, সমাবেশ, জনসভা এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সভায় সভাপতিত্ব করেছেন যা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার উদ্দেশ্যে তিনি ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সহজপাঠ রচনা করেন।
১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি স্থায়ী হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। আর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসর গ্রহণের পর আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি। আইন ও সংবিধান, মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। আজ সোমবার দুপুরে মারা যান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিবৃতিতে বলা হয়-‘সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিচারক, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে আমাদের পুরোগামী নেতা বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের এই নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।’
বিবৃতিতে আরও বলা হয় অবসর গ্রহণের পর থেকে আমৃত্যু বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ছিলেন নির্মূল কমিটির পুরোগামী নেতা। ২০১০ সালে ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি নির্মূল কমিটির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৭ সালে সপ্তম জাতীয় সম্মেলনে নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।’ ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ এবং’ ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে নির্মূল কমিটির সভা, সমাবেশ, জনসভা এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সভায় সভাপতিত্ব করেছেন যা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার উদ্দেশ্যে তিনি ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সহজপাঠ রচনা করেন।
১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি স্থায়ী হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। আর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসর গ্রহণের পর আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি। আইন ও সংবিধান, মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।
কক্সবাজারের টেকনাফে ট্রাক্টরচাপায় আবদুর রহমান (৩৭) নামের এক সরকারি চাকুরে নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুরের জাহাজপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগে