নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. সেলিম মিয়া (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে জমি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা মো. ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করার পর ১৫ দিন আগে দেশে ফিরেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি ও বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান সেলিম।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতিকুর রহমান ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নরসিংদী পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. সেলিম মিয়া (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামে জমি ভাগাভাগি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্বের জেরে সেলিমের আপন চাচা মো. ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ সেলিমের পরিবারের।
নিহত সেলিম মিয়া (৩৫) চর আড়ালিয়া এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করার পর ১৫ দিন আগে দেশে ফিরেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি ও বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান সেলিম।
চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ছুরির আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতিকুর রহমান ভূইয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঢাকার হাসপাতাল থেকে মরদেহ নরসিংদী পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
৪ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন...
৩৪ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য...
৩৯ মিনিট আগেবিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুড়ে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে ২০০৪ সালে সারা দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটে প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন...
৪৩ মিনিট আগে