নরসিংদী প্রতিনিধি
পাঁচ বছর আগে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আওয়ামী লীগের চার নেতার সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
নিখোঁজ চারজন হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি রূপ মিয়া মেম্বার, ক্রীড়া সম্পাদক হাবিব মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। পাঁচ বছর আগে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন এই চার নেতাকে পুলিশ পরিচয়ে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন স্বজনেরা।
মানববন্ধনে স্বজনেরা বলেন, ২০১৭ সালের ২৬ মে বিকেলে বালুয়াকান্দি গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা রূপ মিয়া ও যুবলীগ নেতা আজিজুল এবং বাঁশগাড়ী গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা হাবিব ও জাকির হোসেনকে ধরে নিয়ে যায় রায়পুরা থানার পুলিশ। পরে সন্ধ্যা পর্যন্ত বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে তাঁদের আটকে রাখা হয়। সেখান থেকে রাতে থানায় নেওয়া হয়েছে বলে জানতে পারলেও পরদিন থানা ও আদালতে গিয়ে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। বিএনপি থেকে আওয়ামী লীগে আসা একটি চক্রের পক্ষ থেকে ঘুষ পেয়ে পুলিশ ওই চারজনকে তুলে নিয়ে গুম করেছে।
নিখোঁজ হাবিব মেম্বারের বড় ভাই সফিয়ত উল্লাহ বলেন, ‘বিএনপি থেকে আওয়ামী লীগে আসা স্থানীয় হাইব্রিড নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে প্রয়াত সিরাজুল হক ও তাঁর সমর্থকেরা মিলে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে তাঁদের গুম করিয়েছেন। আমি আমার ভাইকে ফেরত চাই।’
নিখোঁজ আজিজুল ইসলামের বড় ভাই হরুন মিয়া বলেন, ‘আমার ভাইকে গুম করার পর ২০১৭ সালের ২০ নভেম্বর আমাকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। নরসিংদী সদর টু মদনগঞ্জ রোডে নিয়ে গিয়ে রাতের আঁধারে পায়ে গুলি করে। পরে পুলিশ নিজেই আমাকে হাসপাতালে ভর্তি করে। এরপর আমার নামে অস্ত্র মামলা দেয়। ওই মামলায় তখন আমি আড়াই মাস জেলও খেটেছি। আমি আমার ভাইয়ের খোঁজ চাই।’
নিখোঁজ রূপ মিয়া মেম্বারের ভাতিজা মাইন উদ্দিন বলেন, ‘প্রবাসী হিসেবে ১৬ বছর সৌদি আরবে ছিলাম। আমার কাকার নিখোঁজের সংবাদ পেয়ে দেশে ফিরে আসি। থানা, জেলখানা, আদালত কোথাও তাঁকে খুঁজে পাইনি। পুলিশ উল্টো অভিযোগ করে, আমরা নাকি তাদের কাছ থেকে চারজনকে ছিনিয়ে নিয়েছি। পরে আমাকেও ধরে নিয়ে পায়ে গুলি করেছে। এ জন্য আমার একটা পা নাই। আমাকেও অস্ত্র মামলা দেয় পুলিশ। মামলায় আমিও আনুমানিক চার মাস জেল খেটেছি।’
মাইন উদ্দিন আরও বলেন, ‘যেই অবস্থাতেই হোক আমার ভাইসহ চারজনকে ফেরত চাই।’
পাঁচ বছর আগে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আওয়ামী লীগের চার নেতার সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
নিখোঁজ চারজন হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি রূপ মিয়া মেম্বার, ক্রীড়া সম্পাদক হাবিব মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। পাঁচ বছর আগে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন এই চার নেতাকে পুলিশ পরিচয়ে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন স্বজনেরা।
মানববন্ধনে স্বজনেরা বলেন, ২০১৭ সালের ২৬ মে বিকেলে বালুয়াকান্দি গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা রূপ মিয়া ও যুবলীগ নেতা আজিজুল এবং বাঁশগাড়ী গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা হাবিব ও জাকির হোসেনকে ধরে নিয়ে যায় রায়পুরা থানার পুলিশ। পরে সন্ধ্যা পর্যন্ত বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে তাঁদের আটকে রাখা হয়। সেখান থেকে রাতে থানায় নেওয়া হয়েছে বলে জানতে পারলেও পরদিন থানা ও আদালতে গিয়ে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। বিএনপি থেকে আওয়ামী লীগে আসা একটি চক্রের পক্ষ থেকে ঘুষ পেয়ে পুলিশ ওই চারজনকে তুলে নিয়ে গুম করেছে।
নিখোঁজ হাবিব মেম্বারের বড় ভাই সফিয়ত উল্লাহ বলেন, ‘বিএনপি থেকে আওয়ামী লীগে আসা স্থানীয় হাইব্রিড নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে প্রয়াত সিরাজুল হক ও তাঁর সমর্থকেরা মিলে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে তাঁদের গুম করিয়েছেন। আমি আমার ভাইকে ফেরত চাই।’
নিখোঁজ আজিজুল ইসলামের বড় ভাই হরুন মিয়া বলেন, ‘আমার ভাইকে গুম করার পর ২০১৭ সালের ২০ নভেম্বর আমাকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। নরসিংদী সদর টু মদনগঞ্জ রোডে নিয়ে গিয়ে রাতের আঁধারে পায়ে গুলি করে। পরে পুলিশ নিজেই আমাকে হাসপাতালে ভর্তি করে। এরপর আমার নামে অস্ত্র মামলা দেয়। ওই মামলায় তখন আমি আড়াই মাস জেলও খেটেছি। আমি আমার ভাইয়ের খোঁজ চাই।’
নিখোঁজ রূপ মিয়া মেম্বারের ভাতিজা মাইন উদ্দিন বলেন, ‘প্রবাসী হিসেবে ১৬ বছর সৌদি আরবে ছিলাম। আমার কাকার নিখোঁজের সংবাদ পেয়ে দেশে ফিরে আসি। থানা, জেলখানা, আদালত কোথাও তাঁকে খুঁজে পাইনি। পুলিশ উল্টো অভিযোগ করে, আমরা নাকি তাদের কাছ থেকে চারজনকে ছিনিয়ে নিয়েছি। পরে আমাকেও ধরে নিয়ে পায়ে গুলি করেছে। এ জন্য আমার একটা পা নাই। আমাকেও অস্ত্র মামলা দেয় পুলিশ। মামলায় আমিও আনুমানিক চার মাস জেল খেটেছি।’
মাইন উদ্দিন আরও বলেন, ‘যেই অবস্থাতেই হোক আমার ভাইসহ চারজনকে ফেরত চাই।’
ফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
২৬ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৩৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১ ঘণ্টা আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে