বিএনপি নেতা হাবিবের অবস্থান জানতে চান হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১৯: ৫৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। পুলিশের সঙ্গে কথা বলে রাষ্ট্রপক্ষকে তাঁর অবস্থান জানাতে আজ সোমবার নির্দেশ দেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ।

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে আজ হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে হাবিব বা তাঁর পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হননি। 

পরে আদালত তাঁর অবস্থান জানতে চান। এ ছাড়া এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

এর আগে বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে তিনি এই বেঞ্চে পাঠান। শুনানি শেষে বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় হাবিবকে গত ১৫ অক্টোবর তলব করেন হাইকোর্ট। 

সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়েছিলেন মো. আখতারুজ্জামান। পরে তিনি ২০১৯ সালের ২০ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। আর ২০২১ সালের ১৮ অক্টোবর স্থায়ী হন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত