টঙ্গীতে টুপি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৩, ২৩: ০৯

গাজীপুরের টঙ্গীতে একটি ক্যাপ (মাথার টুপি) তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের সাতাইশ এলাকার জিজে ক্যাপস হেডওয়ার লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ ফায়ার সাভির্সের ৮টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।

কারখানা সূত্রে জানা যায়, আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকেরা। কারখানার ভেতর আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে সড়কের অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ও পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সাভির্সের মোট ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই। আগুন নেভাতে ফায়ার সাভির্স কর্মীরা কাজ করছেন। 

কারখানাটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকেরা কারখানা থেকে বেড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে আমাদের শ্রমিকেরা আগুন নেভাতে কাজ করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত