নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার ভোটার শফিকুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন করে নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন খন্দকার রুহুল আমিন। তাঁকে প্রতীকও বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করেন শফিক। তাতে সাড়া না পেয়ে ২০ ডিসেম্বর রিট করেন তিনি।
রিটের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করে প্রতিবেদন দিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। আজ বুধবার দুই সংস্থার প্রতিবেদনে খন্দকার রুহুল আমিনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মেলে। তাই তাঁর প্রার্থিতা বাতিলে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আজহার উল্লাহ ভূঁইয়া।
এদিকে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে হলফনামায় দুদকের মামলায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এই রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মামুন মাহবুব।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তবে তিনি আপিল করলে হাইকোর্ট থেকে খালাস পান। এর বিরুদ্ধে দুদক আপিল করলেও খালাসের রায় স্থগিত হয়নি। এই বিষয়টি গোপন করা হয়েছে মর্মে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।
নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ চেম্বারে খারিজ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে করা আবেদনও খারিজ করা হয়েছে। আজ বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে আইনজীবী ইউনূছ আলী আকন্দের করা ওই রিট গত ২৯ নভেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি চেম্বার আদালতে আবেদন করেন।
নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ আজকের পত্রিকাকে বলেন, চেম্বার আদালত ইউনূছ আলীর আবেদন খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে তাঁকে রায়সহ নিয়মিত আপিল করতে বলেছেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার ভোটার শফিকুর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন করে নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন খন্দকার রুহুল আমিন। তাঁকে প্রতীকও বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করেন শফিক। তাতে সাড়া না পেয়ে ২০ ডিসেম্বর রিট করেন তিনি।
রিটের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করে প্রতিবেদন দিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। আজ বুধবার দুই সংস্থার প্রতিবেদনে খন্দকার রুহুল আমিনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ মেলে। তাই তাঁর প্রার্থিতা বাতিলে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আজহার উল্লাহ ভূঁইয়া।
এদিকে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ রিটটি খারিজ করে দেন। এর আগে হলফনামায় দুদকের মামলায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম এই রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মামুন মাহবুব।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তবে তিনি আপিল করলে হাইকোর্ট থেকে খালাস পান। এর বিরুদ্ধে দুদক আপিল করলেও খালাসের রায় স্থগিত হয়নি। এই বিষয়টি গোপন করা হয়েছে মর্মে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।
নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ চেম্বারে খারিজ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে করা আবেদনও খারিজ করা হয়েছে। আজ বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে আইনজীবী ইউনূছ আলী আকন্দের করা ওই রিট গত ২৯ নভেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি চেম্বার আদালতে আবেদন করেন।
নির্বাচন কমিশনের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ আজকের পত্রিকাকে বলেন, চেম্বার আদালত ইউনূছ আলীর আবেদন খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে তাঁকে রায়সহ নিয়মিত আপিল করতে বলেছেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকল।
শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
১৩ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের...
৩০ মিনিট আগে‘বাবা মাইরো না, মাইরো না বাবা। আর করব না। আর করব না।’ আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মুসা। এর আগে মুসার বড়ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি
৩৭ মিনিট আগে