টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বিচারের দাবিতে সড়কে মরদেহ রেখে বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এই বিক্ষোভ করেন মৃতের স্বজনেরা।
এ সময় বিক্ষুব্ধরা হাতিম প্লাস্টিক কারখানাটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিলে সড়কে লাশ ফেলে পালিয়ে যান তাঁরা। পরে ডেকে এনে লাশ দাফনের জন্য বলা হলে মৃতের ভাই লাশ নিয়ে যান।
পুলিশ জানায়, টঙ্গীর মরকুন এলাকার হাতিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাতিম প্লাস্টিক কারখানা থেকে গত সোমবার অজ্ঞাত এক তরুণের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই তরুণের পরিচয় শনাক্ত করতে পারেনি। পরদিন মঙ্গলবার তাঁর পরিচয় শনাক্ত হয়। মৃত ওই তরুণ ভোলা জেলার কাছিয়া গ্রামের মৃত মহসিনের ছেলে।
পুলিশ আরও জানায়, কারখানার ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় লাশ দাফনের জন্য নাহিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে তার স্বজনেরা লাশ দাফন না করে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
হাতিম প্লাস্টিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. পলাশ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় দাফনের জন্য দিয়েছে। নাহিদের পরিবারের লোকজনসহ শতাধিক এলাকাবাসী আমাদের কারখানায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। আমরা মামলা করব।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, সড়ক থেকে লাশ সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বিচারের দাবিতে সড়কে মরদেহ রেখে বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এই বিক্ষোভ করেন মৃতের স্বজনেরা।
এ সময় বিক্ষুব্ধরা হাতিম প্লাস্টিক কারখানাটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিলে সড়কে লাশ ফেলে পালিয়ে যান তাঁরা। পরে ডেকে এনে লাশ দাফনের জন্য বলা হলে মৃতের ভাই লাশ নিয়ে যান।
পুলিশ জানায়, টঙ্গীর মরকুন এলাকার হাতিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাতিম প্লাস্টিক কারখানা থেকে গত সোমবার অজ্ঞাত এক তরুণের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই তরুণের পরিচয় শনাক্ত করতে পারেনি। পরদিন মঙ্গলবার তাঁর পরিচয় শনাক্ত হয়। মৃত ওই তরুণ ভোলা জেলার কাছিয়া গ্রামের মৃত মহসিনের ছেলে।
পুলিশ আরও জানায়, কারখানার ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় লাশ দাফনের জন্য নাহিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে তার স্বজনেরা লাশ দাফন না করে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
হাতিম প্লাস্টিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. পলাশ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় দাফনের জন্য দিয়েছে। নাহিদের পরিবারের লোকজনসহ শতাধিক এলাকাবাসী আমাদের কারখানায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। আমরা মামলা করব।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, সড়ক থেকে লাশ সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
পটুয়াখালী দশমিনায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে শহীদ জিহাদের কবর জিয়ারত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, ৫ আগস্ট আহত ও নিহতদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়।
৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে ট্রাক্টরচাপায় আবদুর রহমান (৩৭) নামের এক সরকারি চাকুরে নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের শামলাপুরের জাহাজপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগে