গাজীপুর প্রতিনিধি
আচরণবিধি ভেঙে নেতা কর্মীদের শোডাউন করে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন মনোনয়নপত্রটি জমা দেন।
সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এর আগে তিন বারের সংসদ সদস্য। এবার ৪র্থ বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী।
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। এ সময় প্রার্থীর সঙ্গে প্রস্তাবকারী, সমর্থনকারী সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকার কথা বলা থাকলেও আওয়ামী লীগের এ প্রার্থী নেতা কর্মীদের শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে কথা বলতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। অন্যদিকে গাজীপুরের জেলা প্রশাসক ও সংসদ নির্বচনের রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে প্রথমে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। এ সময় তাঁর সঙ্গে প্রায় এক হাজার নেতা কর্মী ও সমর্থক ছিলেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
পরে তিনি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্রটি জমা দেন। এ সময় তার সঙ্গে সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ে প্রায় ১২-১৫ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
তারা হলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাকসুদ-উল আলম, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া ওই সময় সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ের আশপাশে সহস্রাধিক নেতা কর্মীর জমায়েত দেখা যায়।
এদিকে গাজীপুর-৫ আসনে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতার উজ্জামান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (তৃতীয় লিঙ্গ) ঊর্মি, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আল আমিন দেওয়ান, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এস এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন।
আচরণবিধি ভেঙে নেতা কর্মীদের শোডাউন করে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন মনোনয়নপত্রটি জমা দেন।
সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি এর আগে তিন বারের সংসদ সদস্য। এবার ৪র্থ বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী।
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। এ সময় প্রার্থীর সঙ্গে প্রস্তাবকারী, সমর্থনকারী সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকার কথা বলা থাকলেও আওয়ামী লীগের এ প্রার্থী নেতা কর্মীদের শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে কথা বলতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। অন্যদিকে গাজীপুরের জেলা প্রশাসক ও সংসদ নির্বচনের রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে প্রথমে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। এ সময় তাঁর সঙ্গে প্রায় এক হাজার নেতা কর্মী ও সমর্থক ছিলেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
পরে তিনি নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্রটি জমা দেন। এ সময় তার সঙ্গে সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ে প্রায় ১২-১৫ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
তারা হলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাকসুদ-উল আলম, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া ওই সময় সহকারী রিটার্নিং অফিসারে কার্যালয়ের আশপাশে সহস্রাধিক নেতা কর্মীর জমায়েত দেখা যায়।
এদিকে গাজীপুর-৫ আসনে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতার উজ্জামান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী (তৃতীয় লিঙ্গ) ঊর্মি, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আল আমিন দেওয়ান, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এস এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন।
হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
১৯ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন...
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগেবিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুড়ে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে ২০০৪ সালে সারা দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটে প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন...
১ ঘণ্টা আগে