টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদ মামুন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার রায়হান একটি জাতীয় দৈনিকের জেলার প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মঞ্চে বসলে সংবাদকর্মীরা ছবি সংগ্রহের জন্য মঞ্চের সামনে যায়। এ সময় হঠাৎ পেছন থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সাংবাদিক ইফতেখার রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ইফতেখার রায়হানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাংবাদিক রায়হানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়রকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
ভুক্তভোগী সংবাদকর্মী ইফতেখার রায়হান বলেন, ‘মঞ্চে উপস্থিত অতিথিদের ছবি তুলতে গেলে হঠাৎ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে বলে—সামনে থেকে সরে যা তুই। তোর ছবি তুলতে হবে না। অনুষ্ঠান শেষ হোক, তোকে খায়া ফালামু।’
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর—টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই শিরোনামে আমার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নুর মোহাম্মদ মামুন ও তার বড় ভাই টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার হাজী মো. সেলিম মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সম্ভবত ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে মামুন। বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি।’
এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও তাদের সংগঠন। গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ মামুন বলেন, ‘এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাত ৮টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের নিয়ে দলিয় কার্যালয়ে বসে এটি সমাধান করা হয়েছে। আমি হত্যার হুমকি দেইনি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর মোহাম্মদ মামুন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার রায়হান একটি জাতীয় দৈনিকের জেলার প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ১২ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মঞ্চে বসলে সংবাদকর্মীরা ছবি সংগ্রহের জন্য মঞ্চের সামনে যায়। এ সময় হঠাৎ পেছন থেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন সাংবাদিক ইফতেখার রায়হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ইফতেখার রায়হানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে সাংবাদিক রায়হানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পরপরই উপস্থিত সাংবাদিকেরা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়রকে মৌখিকভাবে জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।
ভুক্তভোগী সংবাদকর্মী ইফতেখার রায়হান বলেন, ‘মঞ্চে উপস্থিত অতিথিদের ছবি তুলতে গেলে হঠাৎ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর মোহাম্মদ মামুন আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে বলে—সামনে থেকে সরে যা তুই। তোর ছবি তুলতে হবে না। অনুষ্ঠান শেষ হোক, তোকে খায়া ফালামু।’
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, ‘গত ৮ ডিসেম্বর—টঙ্গীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই শিরোনামে আমার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নুর মোহাম্মদ মামুন ও তার বড় ভাই টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার হাজী মো. সেলিম মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। সম্ভবত ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে মামুন। বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি।’
এদিকে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মী ও তাদের সংগঠন। গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব, টঙ্গী থানা প্রেস ক্লাব, টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অন্যদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর মোহাম্মদ মামুন বলেন, ‘এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাত ৮টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাংবাদিকদের নিয়ে দলিয় কার্যালয়ে বসে এটি সমাধান করা হয়েছে। আমি হত্যার হুমকি দেইনি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৭ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৮ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৮ ঘণ্টা আগে