ফরিদপুর প্রতিনিধি
স্বামী, স্ত্রী ও শ্যালক নিয়ে গড়ে উঠেছে একটি ডাকাত দল। এ দলে রয়েছেন আরও কয়েকজন সদস্য। তাঁরা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় গতকাল শনিবার রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৪০), তাঁর স্ত্রী মিনু আক্তার ওরফে শারমিন (৩৮) এবং শ্যালক আরিফ মাতুব্বর (৩০)। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়ারলেসপাড়ায় অভিযান চালিয়ে স্বামী, স্ত্রী ও জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামে অভিযান চালিয়ে শহিদুলের শ্যালক আরিফকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রিল কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আজ রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। শহরের ভাড়া বাসায় থেকে শারমিন ডাকাত দলের সহযোগিতা করে আসছিলেন বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন, ‘তাম্বুলখানা এলাকায় রাত পৌনে ২টার দিকে কাতারপ্রবাসী চান মিয়ার বাড়িতে সাতজনের ডাকাত দল গ্রিল কেটে মালামাল লুট করে। বাড়ির সবাইকে জিম্মি করে মোবাইল ফোন, কানের দুল, চুড়ি, চেইন ও নগদ অর্থসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। তদন্ত করে ও প্রযুক্তির মাধ্যমে আসামিদের চিহ্নিত করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানা এলাকায় এক বাড়িতে ডাকাতি করেছেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘বাগেরহাটের মোল্লারহাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার খিলগাঁও এলাকার আরেক বাড়িতে ডাকাতি করেছে। এ ছাড়া আসামিদের চক্রটি দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তাররা। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল প্রমুখ।
স্বামী, স্ত্রী ও শ্যালক নিয়ে গড়ে উঠেছে একটি ডাকাত দল। এ দলে রয়েছেন আরও কয়েকজন সদস্য। তাঁরা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ফরিদপুর সদরের তাম্বুলখানা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় গতকাল শনিবার রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৪০), তাঁর স্ত্রী মিনু আক্তার ওরফে শারমিন (৩৮) এবং শ্যালক আরিফ মাতুব্বর (৩০)। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়ারলেসপাড়ায় অভিযান চালিয়ে স্বামী, স্ত্রী ও জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামে অভিযান চালিয়ে শহিদুলের শ্যালক আরিফকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় ডাকাতি হওয়া একটি মোবাইল ফোন, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রিল কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আজ রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান। শহরের ভাড়া বাসায় থেকে শারমিন ডাকাত দলের সহযোগিতা করে আসছিলেন বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন, ‘তাম্বুলখানা এলাকায় রাত পৌনে ২টার দিকে কাতারপ্রবাসী চান মিয়ার বাড়িতে সাতজনের ডাকাত দল গ্রিল কেটে মালামাল লুট করে। বাড়ির সবাইকে জিম্মি করে মোবাইল ফোন, কানের দুল, চুড়ি, চেইন ও নগদ অর্থসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। তদন্ত করে ও প্রযুক্তির মাধ্যমে আসামিদের চিহ্নিত করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানা এলাকায় এক বাড়িতে ডাকাতি করেছেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘বাগেরহাটের মোল্লারহাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার খিলগাঁও এলাকার আরেক বাড়িতে ডাকাতি করেছে। এ ছাড়া আসামিদের চক্রটি দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তাররা। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল প্রমুখ।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৮ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৮ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৮ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৯ ঘণ্টা আগে