বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম (১৫)। সে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
স্বজনরা জানান, আতিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসে থাকা দুই-তিনজন যাত্রীর সঙ্গে বাসচালকের ভাড়ার টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ড্রাইভার ও যাত্রীদের কথাকাটাকাটি দেখতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন জড়ো হয়। নিহত আতিকুলও লোকজনদের সঙ্গে দাঁড়িয়ে ছিল সেখানে। এমন সময় হঠাৎ করে বাসের ড্রাইভার বাসটি চালাতে শুরু করলে আতিকুল বাসের নিচে চাপা পড়ে। এতে আতিকুলের মাথা থেঁতলে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে।
ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ এরই মধ্যে বাস ও চালককে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আতিকুলের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।
নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম (১৫)। সে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
স্বজনরা জানান, আতিকুল ইসলাম উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসে থাকা দুই-তিনজন যাত্রীর সঙ্গে বাসচালকের ভাড়ার টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ড্রাইভার ও যাত্রীদের কথাকাটাকাটি দেখতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন জড়ো হয়। নিহত আতিকুলও লোকজনদের সঙ্গে দাঁড়িয়ে ছিল সেখানে। এমন সময় হঠাৎ করে বাসের ড্রাইভার বাসটি চালাতে শুরু করলে আতিকুল বাসের নিচে চাপা পড়ে। এতে আতিকুলের মাথা থেঁতলে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে।
ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন বলেন, পুলিশ এরই মধ্যে বাস ও চালককে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আতিকুলের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হবে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে।
৬ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় ৫০০ নারকেলের চারা রোপণ করেছে পূবালী ব্যাংক। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
১২ মিনিট আগেরাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ এএসপি) এবং ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে
১৬ মিনিট আগেসকালে সাপ্তাহিক মাশওয়ারা শেষে কাকরাইল মসজিদের সাথিদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েকশ মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাঁদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন।
২২ মিনিট আগে