গ্রেপ্তার এড়াতে মোবাইল ব্যবহার করত না আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তবে গ্রেপ্তার এড়িয়ে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। ওই উদ্দেশেই গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন হোটেলে আত্মগোপন করে ছিলেন মেয়র।

আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তারের পর হোটেলের নিচে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের এই মুখপাত্র বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি কোনো ডিজিটাল ডিভাইস বা মোবাইল ফোন ব্যবহার করছিলেন না। তাই তাঁর অবস্থান নিশ্চিত করা যাচ্ছিল না।’

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কটূক্তির ঘটনায় মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।

খন্দকার মঈন বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে আব্বাস আলী রাজমনি ঈশা খাঁ হোটেলে ওঠেন। খবর পেয়ে র‌্যাব-৩ এর গোয়েন্দা দল তাঁকে নজরদারিতে রাখে। পরে বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের এই মুখপাত্র বলেন, আব্বাস আলী প্রাথমিকভাবে ভাইরাল হওয়া অডিও রেকর্ডটি নিজের বলে স্বীকার করেছেন। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি এ ধরনের কটূক্তি করেছেন অথবা কারও দ্বারা প্রভাবিত হয়ে এমন কটূক্তি করেছেন কি-না, তা এখনো জানা যায়নি।

মেয়র পদ থেকে বরখাস্ত হওয়া পরে তাঁর নামে তিনটি মামলা হয়। এরপর আত্মগোপনে চলে যান আব্বাস। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত