গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার পকেটে থাকা জন্মসনদ ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তাঁর পেছনে থাকা একই মুখী পণ্যবাহী ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমানসহ আরও ৫ জন মরদেহটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় পাঠায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার পকেটে থাকা জন্মসনদ ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তাঁর পেছনে থাকা একই মুখী পণ্যবাহী ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমানসহ আরও ৫ জন মরদেহটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় পাঠায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
১ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
২ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৩ ঘণ্টা আগে