রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ও মির্জাচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মির্জাচরের মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) এবং একই ইউনিয়নের হাবিব মিয়ার ছেলে মামুন মিয়া (৩০। রুবেল মির্জাচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলামের চাচাতো ভাই এবং মামুন মির্জাচর ইউপির বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের লোক ছিলেন।
গুলিবিদ্ধ হয়ে এক এবং হাতকাটা অবস্থায় একজনসহ মোট দুইজন নিহত হয়েছেন।
বাঁশগাড়ীতে আধিপত্য বিস্তার ও গ্রামে ফেরাকে কেন্দ্র করে মির্জাচরে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নূরুল নামে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে দুই এলাকাতেই উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশসহ অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের সদ্য সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান আশরাফুল হকের সঙ্গে বাঁশগাড়ী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন রাতুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও তাঁদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এসব দ্বন্দ্বের জের ধরে তাঁদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মির্জাচর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম বলেন, ‘বাঁশগাড়ীর সাবেক চেয়ারম্যান আশরাফুলের লোকজনকে গ্রামে তুলে দিতে মির্জাচর থেকে লোকজন বাঁশগাড়ী যায়। সেখানে তাঁদের ধাওয়া দিয়ে মির্জাচর পাঠালে বাঁশগাড়ীর রাতুল চেয়ারম্যানের হয়ে মির্জাচরের মানিক চেয়ারম্যানের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। ওই সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার চাচাতো ভাই রুবেল মারা যায়।’
অভিযোগ অস্বীকার করে মির্জাচর ইউপির চেয়ারম্যান জাফর ইকবাল মানিক বলেন, ‘মূলত বাঁশগাড়ীর সাবেক চেয়ারম্যান আশরাফুল ও মির্জাচরের ফারুকুল ইসলাম এক গ্রুপের। তাঁরা একে অপরকে বরাবরই সহায়তা করে। রোববার আশরাফুলের লোকজনকে গ্রামে তুলে দিতে ফারুকুলের লোকজন লাঠিয়াল হিসেবে বাঁশগাড়ী যায়। সেখানে রাতুল চেয়ারম্যানের লোকজন তাঁদের বাধা দেয় এবং ধাওয়া দিয়ে মির্জাচর এনে গন্ডগোল করে। এতে আমার লোকজন বাধা দিতে এলে আমার সমর্থনকারী একজন নিহত হয়। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এ ঘটনায় আমার ৭-৮ জন লোক আহত হয়েছে।’
রায়পুরা থানার ওসি গোবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামে ফেরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতারোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদীর রায়পুরার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ও মির্জাচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মির্জাচরের মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) এবং একই ইউনিয়নের হাবিব মিয়ার ছেলে মামুন মিয়া (৩০। রুবেল মির্জাচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলামের চাচাতো ভাই এবং মামুন মির্জাচর ইউপির বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের লোক ছিলেন।
গুলিবিদ্ধ হয়ে এক এবং হাতকাটা অবস্থায় একজনসহ মোট দুইজন নিহত হয়েছেন।
বাঁশগাড়ীতে আধিপত্য বিস্তার ও গ্রামে ফেরাকে কেন্দ্র করে মির্জাচরে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নূরুল নামে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে দুই এলাকাতেই উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশসহ অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের সদ্য সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান আশরাফুল হকের সঙ্গে বাঁশগাড়ী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন রাতুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও তাঁদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এসব দ্বন্দ্বের জের ধরে তাঁদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মির্জাচর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম বলেন, ‘বাঁশগাড়ীর সাবেক চেয়ারম্যান আশরাফুলের লোকজনকে গ্রামে তুলে দিতে মির্জাচর থেকে লোকজন বাঁশগাড়ী যায়। সেখানে তাঁদের ধাওয়া দিয়ে মির্জাচর পাঠালে বাঁশগাড়ীর রাতুল চেয়ারম্যানের হয়ে মির্জাচরের মানিক চেয়ারম্যানের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। ওই সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার চাচাতো ভাই রুবেল মারা যায়।’
অভিযোগ অস্বীকার করে মির্জাচর ইউপির চেয়ারম্যান জাফর ইকবাল মানিক বলেন, ‘মূলত বাঁশগাড়ীর সাবেক চেয়ারম্যান আশরাফুল ও মির্জাচরের ফারুকুল ইসলাম এক গ্রুপের। তাঁরা একে অপরকে বরাবরই সহায়তা করে। রোববার আশরাফুলের লোকজনকে গ্রামে তুলে দিতে ফারুকুলের লোকজন লাঠিয়াল হিসেবে বাঁশগাড়ী যায়। সেখানে রাতুল চেয়ারম্যানের লোকজন তাঁদের বাধা দেয় এবং ধাওয়া দিয়ে মির্জাচর এনে গন্ডগোল করে। এতে আমার লোকজন বাধা দিতে এলে আমার সমর্থনকারী একজন নিহত হয়। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে এ ঘটনায় আমার ৭-৮ জন লোক আহত হয়েছে।’
রায়পুরা থানার ওসি গোবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামে ফেরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সহিংসতারোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবক হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেচাঁদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।
৩২ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাঁধ কেটে দেওয়ায় হাওরের হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।
৩৮ মিনিট আগেসাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু
১ ঘণ্টা আগে