গুলশান-বাড্ডা (ঢাকা) প্রতিনিধি
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালী সরকারদলীয় নেতাদের নাম ছাপিয়ে কার্ড দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাজধানী বাড্ডার সদ্য গঠিত বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কার্ড দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাড়ি মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
চাঁদা আদায় করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিমকে প্রধান অতিথি এবং স্থানীয় প্রভাবশালী ও সরকারদলীয় নেতাদের নাম বিশেষ অতিথি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রসুলবাগ-বাগানবাড়ি এলাকার এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম এবং স্থানীয় নেতাদের নাম দেখে ভয়ে অনেকেই বাধ্য হচ্ছেন চাঁদা দিতে। কেউ চাঁদা দিতে না চাইলে তাঁকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার হুমকি।’
বাগানবাড়ির আরেক ব্যবসায়ী বলেন, ‘চাঁদাবাজদের ভাবসাবে মনে হয় তারা তাদেরই জমানো টাকা নিতে এসেছেন, যেটা দিতে আমরা অপারগতা প্রকাশ করছি। এমন অপারগতাকে পুরোদস্তুর অন্যায় হিসেবেই দেখছে চাঁদাবাজরা।’
নাম প্রকাশ না করার শর্তে স্বাধীনতা সরণির একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘লাঞ্ছিত হওয়ার ভয়ে অনেকেই নীরবে চাঁদা দিয়ে দিচ্ছেন। ঝামেলা এড়াতে পুলিশেও অভিযোগ করছেন না।’
বাড্ডার স্বাধীনতা সরণি, রসুলবাগ-বাগানবাড়ি এলাকাজুড়ে এই চাঁদাবাজির নেপথ্যে উঠে এসেছে সরকারদলীয় সাইনবোর্ডধারী বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, শাহাবুদ্দিন শাবু, রঞ্জু, রতন, সামির, খলিল, সোহেল, নাঈম, শয়ন ও রাহাত মিয়ার নাম।
সদ্য গঠিত বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া ওরফে বাবা বাবুলের এমন চাঁদাবাজির জন্য শঙ্কিত এলাকাবাসী। বাবুল মিয়া ওরফে বাবা বাবুল ও তাঁর অনুসারীদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা আশ্রয়-প্রশ্রয় দেন বলেও অভিযোগ রয়েছে।
কার্ড দিয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের আয়োজক বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্ড দিয়ে চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তিনি বা তাঁর কোনো কর্মী চাঁদাবাজি করছেন না।’
বিজয় দিবসকে সামনে রেখে চাঁদাবাজির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে বলেন, অনুষ্ঠানের জন্য তাঁরা নিজেরাই অর্থায়ন করেছেন এবং নেতা-কর্মীদের বাইরে অন্য কারও কাছ থেকে চাঁদা না নেওয়ার নির্দেশনাও দিয়েছেন। কার্ড দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাড়ি মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তিনি অবগত নন। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ আমিও পেয়েছি। এ বিষয়ে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আমার ছেলে হোক কিংবা দলের কেউ, কোনো চাঁদাবাজের সঙ্গেই আমি নেই। চাঁদাবাজির মতো খারাপ কাজকে আমি কোনোভাবেই সমর্থন করি না।’
বিজয় দিবসকে সামনে রেখে চাঁদাবাজির এমন কর্মকাণ্ডে স্বাধীনতা সরণি, রসুলবাগ-বাগানবাড়ির সর্বত্র বইছে সমালোচনার ঝড়। সংঘবদ্ধ এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে স্ব-উদ্যোগে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালী সরকারদলীয় নেতাদের নাম ছাপিয়ে কার্ড দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাজধানী বাড্ডার সদ্য গঠিত বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কার্ড দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাড়ি মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
চাঁদা আদায় করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিমকে প্রধান অতিথি এবং স্থানীয় প্রভাবশালী ও সরকারদলীয় নেতাদের নাম বিশেষ অতিথি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রসুলবাগ-বাগানবাড়ি এলাকার এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম এবং স্থানীয় নেতাদের নাম দেখে ভয়ে অনেকেই বাধ্য হচ্ছেন চাঁদা দিতে। কেউ চাঁদা দিতে না চাইলে তাঁকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার হুমকি।’
বাগানবাড়ির আরেক ব্যবসায়ী বলেন, ‘চাঁদাবাজদের ভাবসাবে মনে হয় তারা তাদেরই জমানো টাকা নিতে এসেছেন, যেটা দিতে আমরা অপারগতা প্রকাশ করছি। এমন অপারগতাকে পুরোদস্তুর অন্যায় হিসেবেই দেখছে চাঁদাবাজরা।’
নাম প্রকাশ না করার শর্তে স্বাধীনতা সরণির একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘লাঞ্ছিত হওয়ার ভয়ে অনেকেই নীরবে চাঁদা দিয়ে দিচ্ছেন। ঝামেলা এড়াতে পুলিশেও অভিযোগ করছেন না।’
বাড্ডার স্বাধীনতা সরণি, রসুলবাগ-বাগানবাড়ি এলাকাজুড়ে এই চাঁদাবাজির নেপথ্যে উঠে এসেছে সরকারদলীয় সাইনবোর্ডধারী বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, শাহাবুদ্দিন শাবু, রঞ্জু, রতন, সামির, খলিল, সোহেল, নাঈম, শয়ন ও রাহাত মিয়ার নাম।
সদ্য গঠিত বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া ওরফে বাবা বাবুলের এমন চাঁদাবাজির জন্য শঙ্কিত এলাকাবাসী। বাবুল মিয়া ওরফে বাবা বাবুল ও তাঁর অনুসারীদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা আশ্রয়-প্রশ্রয় দেন বলেও অভিযোগ রয়েছে।
কার্ড দিয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের আয়োজক বাগানবাড়ি ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্ড দিয়ে চাঁদা আদায়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তিনি বা তাঁর কোনো কর্মী চাঁদাবাজি করছেন না।’
বিজয় দিবসকে সামনে রেখে চাঁদাবাজির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে বলেন, অনুষ্ঠানের জন্য তাঁরা নিজেরাই অর্থায়ন করেছেন এবং নেতা-কর্মীদের বাইরে অন্য কারও কাছ থেকে চাঁদা না নেওয়ার নির্দেশনাও দিয়েছেন। কার্ড দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাড়ি মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তিনি অবগত নন। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ আমিও পেয়েছি। এ বিষয়ে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আমার ছেলে হোক কিংবা দলের কেউ, কোনো চাঁদাবাজের সঙ্গেই আমি নেই। চাঁদাবাজির মতো খারাপ কাজকে আমি কোনোভাবেই সমর্থন করি না।’
বিজয় দিবসকে সামনে রেখে চাঁদাবাজির এমন কর্মকাণ্ডে স্বাধীনতা সরণি, রসুলবাগ-বাগানবাড়ির সর্বত্র বইছে সমালোচনার ঝড়। সংঘবদ্ধ এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে স্ব-উদ্যোগে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
৮ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
২৩ মিনিট আগেসংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির..
২৪ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি...
৩৬ মিনিট আগে