নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং পলাশের দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।
এর আগে, সোমবার বিকেলে নরসিংদী পৌর এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসের ড্রাইভার ও দুই হেলপার কিশোরীর মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগারে নিয়ে ধর্ষণ করে, মুখ বাধা অবস্থায় ফেলে যায়।
পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হবার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে দুপুরে।
নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং পলাশের দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।
এর আগে, সোমবার বিকেলে নরসিংদী পৌর এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসের ড্রাইভার ও দুই হেলপার কিশোরীর মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগারে নিয়ে ধর্ষণ করে, মুখ বাধা অবস্থায় ফেলে যায়।
পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হবার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে দুপুরে।
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হবে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে।
৫ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় ৫০০ নারকেলের চারা রোপণ করেছে পূবালী ব্যাংক। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
১১ মিনিট আগেরাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ এএসপি) এবং ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে
১৬ মিনিট আগেসকালে সাপ্তাহিক মাশওয়ারা শেষে কাকরাইল মসজিদের সাথিদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েকশ মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাঁদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন।
২১ মিনিট আগে