শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে মাছের খামারে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো—ওই গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)।
স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাই। এ সময় মাছের খামারের পানিতে ভাসমান লাশ দেখতে পাই। পরে পাড়ে চাল রেখে ইসমাঈলের মরদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনেরা বড় ভাই তামিমকে খুঁজতে থাকেন।’
দুই শিশুর দাদা আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের লাশ উদ্ধারের পর কয়েকজন পানিতে নেমে অন্যজনকে খুঁজতে থাকি। ৩০ মিনিট পর তামিমের লাশ পাই।’
খামারটিতে ডুবে গত বছরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মৃত দুই সন্তানের মা ফাতেমা আক্তার বলেন, ‘রোববার সকালে মাদ্রাসা থেকে ফিরে এসে দুই ভাই খেলতে যায়। খেলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল। মৎস্য খামারের মালিকের অবহেলার কারণে আমার দুই মানিক লাশ হলো।’
খামারের মালিক কিবরিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো মৎস্য খামারেই নিরাপত্তাবেষ্টনী নেই। তারপরও নিরাপত্তাবেষ্টনী দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে বলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে মাছের খামারে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু হলো—ওই গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)।
স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাই। এ সময় মাছের খামারের পানিতে ভাসমান লাশ দেখতে পাই। পরে পাড়ে চাল রেখে ইসমাঈলের মরদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনেরা বড় ভাই তামিমকে খুঁজতে থাকেন।’
দুই শিশুর দাদা আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের লাশ উদ্ধারের পর কয়েকজন পানিতে নেমে অন্যজনকে খুঁজতে থাকি। ৩০ মিনিট পর তামিমের লাশ পাই।’
খামারটিতে ডুবে গত বছরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মৃত দুই সন্তানের মা ফাতেমা আক্তার বলেন, ‘রোববার সকালে মাদ্রাসা থেকে ফিরে এসে দুই ভাই খেলতে যায়। খেলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল। মৎস্য খামারের মালিকের অবহেলার কারণে আমার দুই মানিক লাশ হলো।’
খামারের মালিক কিবরিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো মৎস্য খামারেই নিরাপত্তাবেষ্টনী নেই। তারপরও নিরাপত্তাবেষ্টনী দেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে বলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
১ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
২ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২ ঘণ্টা আগে