ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে কাভার্ড ভ্যান থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হলেও কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি।
পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমানবাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসাবাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্জেন্ট আবুল বাশারের।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার সামনাসামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে কাভার্ড ভ্যান থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হলেও কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি।
পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমানবাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসাবাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্জেন্ট আবুল বাশারের।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার সামনাসামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
ফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৩৮ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১ ঘণ্টা আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
২ ঘণ্টা আগে